আমাদের কথা খুঁজে নিন

   

প্রজেক্টঃ নতুন জামা ..... জ্ঞান হওয়ার পর থেকে ঈদে নতুন জামা বলে কিছু পায়নি শাপলা-শিউলি..

আমি শিক্ষানবীশ এবং কর্মী । সবার কাছ থেকেই শিখছি । সারা জীবনই হয়ত শিখে যাব।

শাপলা আর শিউলি। দুইটা বাচ্চা, দুইটা ফুল।

সত্যি ফুল কি? নাহ্, আমরা ওদের টোকাই বলে ডাকি। ময়লা জামা-কাপড়ে কিংবা উদামদেহে বোতল কুড়ায় যারা, ওরা। কেউ কেউ আবার মেজাজ খিচড়ে দেয়া কাজকর্ম করে, টাকা চেয়ে জামাকাপড় ধরে টানাটানি করে। আমরা বিরক্ত হই। ওরাই টোকাই।

ভদ্রভাষায় পথশিশু। শাপলা আর শিউলি দু’জনই টোকাই। দুইবোন। রংপুর শহরের সুপার মার্কেটে যখন সবাই কেনাকাটায় ব্যস্ত তখন শিউলির দেখা পেলামকুড়িয়ে পাওয়া একটা ছেড়া স্যান্ডেল আর কিছু পানীয়ের বোতল হাতে। ইফতারীর পর দেখা তো, খুব ব্যস্ত ছিল ওরা।

এসময় নাকি অনেক বোতল পাওয়া যায়। । প্রথমে তো আসতে ভয়ই পেল। যাহোক, কোনরকমে কথা বলতে রাজি করানো গেল। বয়স জিজ্ঞেস করলাম, বলতে পারল না।

আন্দাজ করতে পারলাম না। পাশের একজন বলল, ৮-৯ বছর হবে। শাপলা-শিউলি স্টেশনের বস্তিতে থাকে। নির্লজ্জ-বেহায়া-অমানুষ টাইপের একজন বাবা ছিল ওদের। অসুস্থ স্ত্রী আর শাপলা-শিউলিকে রেখে পালিয়ে গেছে।

হায়! এমনও মানুষ হয়!! মূলত আমরা গিয়েছিলাম সার্ভে করতে ঐ এলাকায় কতজন পথশিশু আছে। ওদের ঈদের নতুন জামা দেয়ার একটা প্রজেক্ট নিয়েছি আমরা রংপুরের কিছু সংগঠন। সংগঠন বলতে হাতে-কলমে ভারিক্কি টাইপ কোন সংগঠন না। বন্ধু-বান্ধব ছোট ভাই-বেরাদারদের বেশ কিছু গ্রুপ আছে, তারাই একসাথে কাজ করছে রংপুরের সকল পথশিশুদের ঈদের নতুন জামা উপহার দিবে বলে। শাপলাকে জিজ্ঞাসা করা হলো, “গতবার ঈদের জামা পাইছিলা?” প্রশ্ন করেই বুঝলাম ওদের উপর বেশ খানিকটা অত্যাচার হয়ে গেল।

শিউলির কথায় যা বোঝা গেল, জ্ঞান হওয়ার পর থেকে ওরা ঈদের নতুন জামা কখনও পায়নি। সুপার মার্কেট তো, ও যখন এই কথা বলছিল ঠিক তার পাশ দিয়ে একই বয়সের একটা মেয়ে হাতে তিন-চারটা শপিং ব্যাগ নিয়ে মার্কেট থেকে বের হচ্ছিল। শিউলির চোখের ভাষায় বোঝা গেল “ওদের অনেক আছে তবুও দেয় না”। যাই হোক, স্পৃহা, টোকাই, VBD, NCTF এসব গ্রুপের প্রচেষ্টায় এসব বন্ধুরা এবার ঈদের নতুন জামা পাবে। দান-খয়রাত কিংবা ঐটাইপ কিছু নয়।

শুধু উপহার হিসেবেই দেখা হচ্ছে বিষয়টাকে। বিপদগ্রস্থ কিছু ছোটবন্ধুদের পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে না হয় একটা ঈদ পার করাই যায়। আপনারা যারা একটু দায়িত্ব নিয়ে আমাদের সাথে এই শিশুগুলোর মুখে হাসি ফোটানোর যুদ্ধে নামতে চান তারা আর দেরি করবেন না। এই ২৫ রোজাতেই আমরা দেড়শ পথশিশুদের হাতে নতুন জামা তুলে দিচ্ছি। আর শুধু জনবল আর মনোবল ছাড়া আমাদের ভান্ডারে টাকা-পয়সার মজুদ বেশি নেই।

তবুও পণ যখন করেছি তখন ওরা নতুন জামা পাবেই। যারা আর্থিকভাবে অংশগ্রহণ করতে চান, যোগাযোগ করুনঃ মুঠোফোন- মেসবা - ০১৭৫১১১৩৬৮৩ সায়ন - ০১৭৩৮১৪৫৪৫৬ জীবন - ০১৭১০৪৮৯৮০৪ অর্থ পাঠাতে বিকাশ করতে পারেন – ০১৮৩৬৩০৭৪৯৬ অথবা, DBBL একাউন্ট: ACCOUNT NAME: MD. MASBAH UL HAQUE ACCOUNT NO: 162.101.185801 ফেবু ইভেন্ট লিঙ্কঃ প্রজেক্টঃ নতুন জামা (রংপুরের পথশিশুদের ঈদের নতুন জামা উপহার)

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।