আমাদের কথা খুঁজে নিন

   

পল্লীবধূদের মুষ্টির চালে তৈরি হচ্ছে সেতু



দশের লাঠি একের বোঝা এই প্রবাদটিকে বাস্তবে রূপ দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামবাসী। সুরিয়া নদীর উপর প্রায় ৮০ ফুট দীর্ঘ একটি সেতু তারা নির্মাণ করতে চলেছে নিজেদের উদ্যোগে। বৃহত্ কাজের জন্য প্রয়োজন বিশাল অঙ্কের টাকা আর পরিকল্পনা। পুরুষ-মহিলা, যুবক-বৃদ্ধ, গ্রামের গৃহবধূ, কোমলমতি শিশু সবাই একাত্ম হয়ে যার যা কিছু আছে তাই নিয়েই সেতু নির্মাণে এগিয়ে এসেছে। গ্রামের সাধারণ মানুষের মনোবল আর একাভকে পুঁজি করে শুরু হয় এর পরিকল্পনা।

গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ আব্দুল হাকিম তালুকদার মাস্টারকে সভাপতি ও হাজী রিয়াজ উদ্দিন মাস্টারকে কোষাধ্যক্ষ করে সর্বজনের সম্মতিতে গঠিত হয় সেতু নির্মাণ কমিটি । দেশের বিভিন্ন প্রান্তে সরকারি-বেসরকারি চাকরিরত ধারাকান্দি গ্রামের প্রতিটি মানুষ ঐ সেতু নির্মাণ তহবিলে এক মাসের বেতন স্বেচ্ছায় প্রদানের অঙ্গীকার করেছেন। গ্রামের ২ শতাধিক গৃহবধূ ৩ বেলার খাবারের চাল থেকে এক মুষ্টি করে রাখা চালও নির্মাণ তহবিলে জমা দিচ্ছেন। ঢাকায় কর্মরত ধারাকান্দি গ্রামের রাজমিন্ত্রী আব্দুল আলী, সিলেট ও বিভিন্ন স্থানে কর্মরত রডমিস্ত্রী হাবিবুর রহমান, সুলতান মিয়া, রিপন, গোপাল ছুটে এসেছেন সেতু নির্মাণের কাজ করতে। চলতি ইরি-বোরো মৌসুমে ক্ষেতের ধান কাটা রেখেই প্রতিদিন ৩টি ভাগে বিভক্ত হয়ে গ্রামের ২৫৬ জন শ্রমিক কাজ করছেন।

ঐ গ্রামের আইনজীবী, প্রভাষক, শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরাও লজ্জা ভুলে শ্রম দিচ্ছেন। উপজেলা প্রকৌশল বিভাগের ডিজাইন অনুযায়ী মানুষের শ্রম ছাড়াই এ সেতুটি নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ভুটিয়ারকোনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ জিএম। সর্বস্তরের মানুষের নিকট সাহায্য চেয়ে জনতা ব্যাংক, গৌরীপুর শাখায় একটি হিসাব খোলা হয়েছে। এলাকাবাসী জানায়, সুরিয়া নদীর প্রায় ১৫০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো পাড়ি দিতে গিয়ে ৩য় শ্রেণীর ছাত্র আবুল হোসেন, লুত্ফা (২০), নসর আলীর স্ত্রী আমেনা খাতুন (৩৫) মারা যান। নদীর দুইপাড়ের বিষমপুর, সিংচাপুর, নহাটা, কৃষ্ণপাড়া, নয়নগর, মাওহা, বড়ইকান্দি, রাঙ্গিসপুর, ঝলমলা, বীর আহাম্মদপুর, কড়মরিয়া, ভুটিয়ারকোনা, গিধাউষা, সহনাটী, সরিষাহাটি, শাহগঞ্জ, বাগন, রামপুর, কামারহাটি, বিলকাউসী, দুগেয়া, বেরাব আলী, বিষুরা, মুখুরিয়া, তাজপুর, রামচন্দ্রনগর, চিনারহাটি, মইমা, বৈরাটি, বাইঞ্জা, সিংরাগঞ্জ, সিংরাউন্দ, দিনগর, জংলাপাড়া, পালুহাটিসহ প্রায় ৪০টি গ্রামের লক্ষাধিক মানুষের আসা-যাওয়ার পথ সুগম করতে একতাবদ্ধ হয়ে সবাই এগিয়ে এসেছেন।

শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক মিজানুর রহমান, ইমাম আজিম উদ্দিন, আবুল বাশার মাস্টার, রিয়াজ উদ্দিন, কাজী মোজাম্মেল জানান, আমরা আমাদের মেয়েকে ভাল পাত্রের কাছে এ সেতুটির কারণে বিয়েও দিতে পারছি না। নিজেদের সমস্যা সমাধানে সরকারকে সহযোগিতা করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.