আমাদের কথা খুঁজে নিন

   

কুনমিংয়ে কনসাল অফিস খুলছে বাংলাদেশ

পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ইতোমধ্যে কুনমিংয়ে কার্যক্রম শুরু করেছেন।
“শিগগিরই আনুষ্ঠানিকভাবে কনসাল অফিস উদ্বোধন করা হবে।”
কুনমিং শহরটি সড়ক, রেল ও বিমান পথের মধ্য দিয়ে দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার দেশগুলোকে চীনের সঙ্গে যোগাযোগের দ্বার খুলে দিয়েছে।
যোগাযোগের জন্য ‘গুরুত্বপূর্ণ’ এই ইউনান প্রদেশে কূটনৈতিক মিশন চালু করা মন্ত্রণালয়ের অগ্রাধিকারমূলক কর্মকাণ্ডের তালিকায় ছিল বলে জানান পররাষ্ট্র সচিব।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।