আমাদের কথা খুঁজে নিন

   

আল্লাহকে বিশ্বাস- আমি যেভাবে বুঝি

আল্লাহ আকবার

আস্তিকদের কাজ না আল্লাহ আছেন কি নাই তা বের করা। আস্তিকদের আর নাস্তিকদের মধ্যে পার্থক্য হল আস্তিকরা সবসময় আধ গ্লাস ভর্তি পানিই দেখেন। নাস্তিকরা খালিঅংশ দেখে। আল্লাহ আছেন যদি প্রমান হয়ে গেল তাহলে আর পরীক্ষার আর দরকার থকবেনা। আল্লাহত কোরানে বার বার বলেছেন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে তারাই মুমিন।

এখন মুমিন আর মুসলিমের মধ্যেও পার্থক্য শুনছিলাম। মুসলিমের ঈমান নাও থাকতে পারে, কিন্তু তারা ইসলামে আত্মসমর্পনকারী । আমার কাছে মনে হয় জ্ঞান বিজ্ঞানের মাধ্যমে যত প্রমান হবে তত মানুষের বিশ্বাসের শক্তি কমে যাবে। এজন্য না যে আল্লাহ মিথ্যা প্রমান হবার সম্ভাবনা আছে। আল্লাহর মহিমা আমরা যত আবিষ্কার করব তত আমাদের বিশ্বাসের উপর ডিপেন্ড করা কমবে।

এজন্য। আমি যেটা বুঝি আল্লাহকে বিশ্বাস করা এটা আমাদের ডিসিশন। আল্লাহকে যেহেতু কেউ আবিষ্কার করতে পারবেনা, কেউ চাইলে বিশ্বাস করতে পারবে,কেউ চাইলে না। কোরানে শুধু এর ফলাফল জানিয়ে দেয়া হয়েছে আল্লাহর দয়া থেকে। শাস্তি এজন্য না যে আল্লাহ রাগ করবেন।

আগুনে হাত দিলে যেমন হাত পুড়বেই,ঠিক তেমনি শাস্তিও এক ধরনের ফলাফল। আল্লাহ বই না পাঠালে আমরা এই আধ্যাত্মিক শাস্তির কথা জানতে পারতামনা। আবার ভাল মুসলিম হলেই যে বেহেশত নিশ্চিত হয়ে গেল তাও ঠিক না। মানুষ দোযখে যাবে নিজের অর্জনের জন্য আর বেহেশতে যাবে আল্লাহর দয়ার জন্য। বেহেশত কেউ অর্জন করতে পারবেনা।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.