আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে নারী বাউল গণধর্ষণের শিকার

আজ আমার মন ভাল নেই। সময় আর অসময়ের আধো আলো

বিয়ের কথা বলে মাদারীপুরের শিবচর উপজেলায় এক নারী বাউল শিল্পীকে গণধর্ষণ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে তাহের হাওলাদারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। অসুস্থ এই শিল্পীকে (২৮) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযুক্ত তিনজন হলেন- সেলিম হাওলাদার, ছালাম ঢালী ও খোকন ঢালী। প্রায় ২ বছর আগে স্বামীর মৃত্যুর এই বাউল শিল্পী চরজানাজাত ইউনিয়নের তাহের হাওলাদারকান্দি গ্রামে বাবার বাড়ির পাশে বসবাস করে আসছেন। তার একটি মেয়ে রয়েছে। মেয়েটির পারিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রায় এক বছর ধরে সেলিম হাওলাদার তাকে বিয়ের প্রস্তাব দিতে থাকে। এতদিন তিনি রাজী না হলেও স¤প্রতি বিয়েতে মত দেন।

বৃহস্পতিবার রাতে সেলিম দুই বন্ধু ছালাম ঢালী ও খোকন ঢালীকে নিয়ে শিল্পীর বাড়িতে আসে। সেখান থেকে তাকে সেলিমের খালাত ভাইয়ের বাড়িতে নিয়ে বিয়ের কাবিন করার কথা বলে। খালাত বাইয়ের বাড়ি যওয়ার পথে তারা তিনজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে অজ্ঞান ফেলে রেখে যায়। জ্ঞান ফিরলে তার চিৎকারে এলাকাবাসী উদ্ধার করে। শুক্রবার সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. কামাল হোসেন বলেন, "মেয়েটির শরীরের জামা কাপড় ছেঁড়া দেখেছি। শরীর খুব দুর্বল। ফরেনসিক রিপোর্টের জন্য তাকে মাদারীপুর সদরে সিভিল সার্জনের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। " শিবচর থানার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষকদের গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে।

স্থানীয় ওসমান মোল্লা বলেন, "মেয়টি বাঁশি, হারমোনিয়াম ও তবলা বাজাইতে পারে। খুব ভাল বাউল শিল্পী। রাতে তার চিৎকার হুইনা একটা কাশবন থিকা উদ্ধার করছি। " চরজানাজাত ইউপি চেয়ারম্যান বজলুর রহমান সরকার বলেন, একজন অসহায় বাউল শিল্পীর উপর এমন নির্যাতনের কঠোর শাস্তি হওয়া উচিত।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.