আমাদের কথা খুঁজে নিন

   

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১০

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর স্পিনিং জুট মিল এলাকায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নছিমনের চালকসহ চারজন নিহত হয়েছেন। এতে আরও অন্তত ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতরা হলেন- নছিমনচালক শিপন হাওলাদার (২৫), দত্ত কেন্দুয়া গ্রামের হ্যাপী আক্তার (১৮), কেন্দুয়ার কাউয়াকুলী গ্রামের চম্পা আক্তার (১৪) এবং কালকিনি উপজেলার শশীকর গ্রামের শেফালী বেগম (৪০)। এরা সবাই মসত্মফাপুর স্পিনিং মিলের শ্রমিক।

আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে মস্তফাপুর স্পিনিং মিলের শ্রমিক লিলি (২৮), কনা (২৭), দোলা (২৫), জান্নাত (২৭), লামিয়া (৩০), সেলিনা (২০), চায়নাকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক রাহেদ হোসেন বলেন, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী সাকুরা পরিবহন রাত ১২টার দিকে মস্তফাপুর স্পিনিং জুল মিল এলাকায় যাত্রীবাহী নছিমনকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নছিমনটি উল্টে ঘটনাস্থলেই নছিমন চালকসহ ৪ জন নিহত হন। আহত হন আরও ১০ জন।

মাদারীপুরের এএসপি সার্কেল আবু বক্কর সিদ্দিক জানান, খবর পেয়ে তাত্ক্ষণিক আমি ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে আনার ব্যবস্থা করি। ঘাতক সাকুরা পরিবহনটি আটক করা যায়নি। আহতদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হয়েছে। '




এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.