আমাদের কথা খুঁজে নিন

   

শুধু মানুষ নয়, মানুপশুপাখিরও ব্যক্তিত্ব আছে



পশুপাখির ব্যক্তিত্ব নিয়ে গবেষণাপত্র প্রকাশ হয়েছে দ্য জার্নাল অব এক্সপেরিমেন্টাল বায়োলজি পত্রিকায়। গবেষকরা বেশ কয়েকটি পাখির ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন। গবেষক দলটির নেতৃত্ব দেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আর্নল্ড। তিনি গ্রিনফিঞ্চ প্রজাতির ২২টি পাখি বেছে নেন। ওই পাখিগুলোকে তিনি একই ধরনের খাবার দেন এবং কীভাবে ও কত সময়ের মধ্যে পাখিগুলো খাবার সংগ্রহ করে, তা পর্যবেক্ষণ করতে থাকেন।

একসময় তিনি দেখতে পান, অপেক্ষাকৃত কম সময়ের মধ্যে সাহসী ও তেজী পাখিরা খাবার সংগ্রহ করতে পারছে আর অতি শান্ত ও নিরীহ পাখিদের খাবার সংগ্রহ করতে বেশি সময় লাগছে। সবচেয়ে বড় কথা হলো, সাহসী ও তেজী পাখিরা অল্প সময়ের মধ্যে খাবারের খুব কাছাকাছি যাচ্ছে এবং পরিবেশের সঙ্গে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। কিন্তু শান্ত ও নিরীহ প্রকৃতির পাখিরা খাবার দেখে ভয় পাচ্ছে এবং ধীরে ধীরে খাবার সংগ্রহ করছে আর সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হচ্ছে ওই পাখিগুলোর শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া। স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করলে রক্তে অক্সিজেনের মাত্রা ঠিক থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গেছে, অপেক্ষাকৃত ভীতু পাখিরা শ্বাস-প্রশ্বাসে সাময়িক অসুবিধার কারণে আরও দুর্বল হয়ে পড়ে।

এ গবেষণা মানব উন্নয়নে অবদান রাখুক। এই কামনায়.............। (from internet)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.