আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের চেয়ারম্যান০০৭ এর relationship স্টাটাস পরিবর্তন এবং তার আসন্ন জীবন সাথিরে নিয়ে দুএকটা কথা !

আমার চোখে ঠোটে গালে তুমি লেগে আছো !! মানুষের কেন জানি অন্যের গার্লফ্রেন্ডের উপর ব্যাপক আগ্রহ থাকে । কেন রে ভাই নিজের আছে না । নিজেরটা নিয়ে সুখি থাক ! অন্যের টা নিয়ে এতো মাথা ঘামানোর দরকার কি ? যতসব ফাজিল পুলাপাইন ! এই যে কদিন আগে আমার এক বন্ধু রিলেশনশীপ স্টাটাস চেঞ্জ করলো, আর ফাজিল ছেলে গুলো হুমড়ি খেয়ে পড়লো সেই মেয়েকে ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠেনোর জন্য ! বদ পুলাপাইন ! আমি একদমই এমন না ! আমি অন্যের গার্লফ্রেন্ডকে কেন নিজের গার্লফ্রেন্ডকেও ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই না ! আমি ভালা পুলা ! কিন্তু যখন আজকে যখন পিসি অন করে দেখলাম আমাদের চেয়ারম্যান ০০৭ ভাই তার রিলেশনশীপ সিঙ্গেল থেকে In a relationship with গেছে তখন তো এতো আগ্রহ জন্ম নিতেই পারে !! কি আমার কথা বিশ্বাস হচ্ছে না ? আমার কাছে প্রমান আছে ! দেখতাছেন তো !! চেয়ারম্যান ভাইয়ের মুখের হাসিটা একটু দেখেন ! ভাইরে এই হাসি আর থাকবো না খুব বেশি দিন !! যা হোক আমি আগেই বলেছি যে অন্যের গার্লফ্রেন্ড নিয়া আমার বিন্দু মাত্র আগ্রহ নাই ! তবুও চেয়ারম্যান বলে কথা ! তার গার্লফ্রেন্ড মানে হল চেয়ারম্যানের উপর আর এক চেয়ারম্যান ! চেয়ারওম্যান ! যেন তেনো বিষয় তো আর না ! একটু আগ্রহ তো থাকতেই পারে ! আসুন এবার জেনে নেওয়া যাক আমাদের চেয়ারওম্যানের বিষয়ে কিছু কথা ! তার প্রোফাইলে গিয়েই আমি হতাশ হলাম ! কোন প্রোফাইল পিকচার নাই ! এইটা কোন কথা ? নিজের গার্লফ্রেন্ডের প্রোফাইলে পিকচার থাকবে না ঠিক আছে ! এটা মেনে নেওয়া যায় তাই বলে অন্যের গার্লফ্রেন্ডের প্রোফাইলে পিকচার থাকবে না এটা কোন মানে হয় ! আমার মনে হয় জুকার সাহেবের কাছে একটা আকটা আবেদন করতে হবে যেন প্রত্যেক In a relationship with য়ালা মেয়েদের অবশ্যই প্রোফাইল পিকচার লাগাতে হবে ! এবং অবশ্যই আসল ! যাই হোক ! আর কোন তথ্য বেসিক ইনফরমেশন নাই তবে নিজের সে ব্যাপারে বেশ কিছু লিখছে যেটা পাবলিক প্রাইভেসি দেওয়া আছে ! আসুন দুধের সাধ ঘোলেই মিটাই ! প্রথমেই বলা হয়েছে সে একজন সিম্পল পারশন সে কিনা ১৯৯০ সাল থেকে পৃথিবীকে সুন্দর বানাইতাছে ? মানে কি ? ও পরের লাইন পড়েই বুঝলাম আসলে আমাদের চেয়ারওম্যান হল একজন আর্কিটেক্ট ! যাই হোক একটা বিষয়ে একটু যেন খটকা লাগলো সেটা হল চেয়ারওম্যান লিখছে My life is ruled by FOOTBALL. আসুন জেনে নেওয়া যাক চেয়ারওম্যান সম্পর্কে কিছু LEGENDARY Truth: ১. মানুষজন তার সাথে যে রকম ব্যবহার করবে আমার চেয়ারওম্যানও তার সাথে সেই রকম ব্যবহার করবে ! (এইটা কিন্তু একটা ভাল দিক ! আচ্ছা আমি যদি তারে কিছু ভালবাসার কথা কই সেও কি আমার লগে সেই কথা কইবো ? কে জানে ? ) ২. আমাদের চেয়ারওম্যান বয়স কে না behavior কে সম্মান করে ! ৩. যেই পুলাপাইন বেশি ফুটানি করে তাদের কে আমাদের চেয়ারওম্যান একদম দেখতে পারে না ! ৪. তার কাছে আর ফ্যামিলি খুবই জরুরী ! ৫. এখন যদি আপনি তার ফ্রেন্ডশীপ deserve করেন তাহলে আপনার সাথে আমাদের চেয়ারওম্যান খুবই ফ্রেন্ডলী ! ৬. আমাদের চেয়ারওম্যান ইচ্ছা হলে পুরো পৃথিবীটাকে সুন্দর বানানো আর ঘুরে বেড়ানো ! ৭. যখন আমাদের চেয়ারওম্যান বয়স্ক হবে তখন সে vagabond ! এই লাইনটার মানে আমি বুঝি নাই ! ৮. Architecture হলে আমাদের চেয়ারওম্যান passion . ৯. আমাদের চেয়ারওম্যান হল এককজন total Sports Freak. আমি কিছু বলি নাই । সে নিজেই লিখছে এই কথা ! ১০. যে জিনিসটা আমাদের চেয়ারওম্যানকে পাগল করে সেইটা হল ফুটবল ! ইস কেন যে ভাল করে ফুটবল খেলাটা শিখি নাই ! আফসুস !! ১১. ফুটবল তার কাছে জীবন মরন সমস্যা থেকেও জরুরী ! আবার আফসুস !! দেখি আমার সামনের গল্পে ফুটবল খেলা দিয়ে মাইয়া পটানো যাই নাকি ! ১২. আমাদের চেয়ারওম্যান Proud to be Culé ! Culé মানে কি ?? ১৩. সে ভালবাসে BARCA কে ! ১৪. বিগ ফ্যান অব Messi ♥ Xavi ♥ Iniesta ♥ Villa ♥ Totti ♥ Raul ♥ Pavel ♥ Batistuta ♥ Ricardo Kaka ♥ Casillas ♥ Shevchenko ♥ Gaucho ♥ Oliver ♥ Zidane ♥ Puyol ১৫. Action and Adventure film তার খুবই পছন্দ ! ১৬. আর একটা কথা ! সে গানও খুবই ভালবাসে ! আমাডদের চেয়ারওম্যান কে MUSIC আরো stronger করে ! ১৭. আর একটা কথা তুমি যদি পার্ফেক্ট না হও তাহলে খবরদার আমাদের চেয়ারওম্যানকে জাজ করতে আইসো না ! লম্বা প্রোফাইল ! যাক আমরা আমাদের চেয়ারওম্যান সম্পর্কে অনেক কিছুই জনলাম ! এখন সবাই মিলে আমাদের চেয়ারম্যান ভাইয়ের জন্য দোয়া করেন ! আর যে যে তার সাথে কথা বার্তা দেখা সাক্ষাত করার করে নেন ! কারন সামনের দিন গুলেতে সে আর সে থাকবে না ! অনেক বিজি হয়ে যাবে ! আমাদের জন্য আর সময় থাকবে কই ! এখন সে আর আমাদের পোষ্টে লাই দিবে না ! এখন সে চেয়ারওম্যানের ফটু আর পোষ্টে লাইক দিবে আর কমান্ট করবে ! আমি তো জানি বদ পুলাপাইন এখনই চেয়ারওম্যান রে ফ্রেন্ড রিকু পাঠানো শুরু করবে !! সংযুক্তি: আমার ব্লগে চেয়ারওম্যানের আগমন ! আমিতো প্রথমে চিনতেই পারি নাই চেয়ারওম্যানের ব্লগ লিংক !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।