আমাদের কথা খুঁজে নিন

   

লিমনের ব্যাপারে আমার কিছুই করার নেই: স্বরাষ্ট্রমন্ত্রী...ব্লগার ভাইয়েরা একটু বলেনতো আমাদের কি করার আছে?

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি...

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, র‍্যাবের গুলিতে পঙ্গু হওয়া লিমনের ব্যাপারে তাঁর করার কিছুই করার নেই। এটি পুরোপুরি আদালতের বিষয়। এ বিষয়ে যা ফয়সালা হয় তা আদালতই দেবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, পুলিশ পুরো ঘটনা তদন্ত করেই অভিযোগপত্র দিয়েছে। এখন সে অনুযায়ী এর বিচার চলবে। লিমন সন্ত্রাসী কি না জানতে চাইলে সাহার খাতুন বলেন, ‘এ বিষয়ে আদালতই বলবেন।’ এ বিষয়ে সরকারে ভাবমূর্তি ক্ষুণ্ন হবে কি না সাংবাদিকেরা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সেটা মনে করি না।’ আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচির বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আসলে শয়তান শয়তান সবাই এক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.