আমাদের কথা খুঁজে নিন

   

৪৫০০০ টাকায় মোবাইল হ্যান্ডসেট কিনবো নাকি গাড়ি কিনবো পরামর্শ দিয়ে একটু হেল্প করেন


আমার নোকিয়া হ্যান্ডসেট টা পুরানো হয়ে গেছে, একটা নতুন কিনবো ভাবছি, ভাল একটা স্মার্টফোন কিনবো, যাতে ওনদ্যা গোতে ইন্টারনেট ব্রাউজ করা যায়, আর ফোনটা দেখতেও জোশ হবে। আইফোন কিনার ইচ্ছা আছে, একটু শো আফ করার যে ইচ্ছা নাই তা নয় কয়েকমাস ধরে টাকা জমাছি। ৩৫ হাজার টাকার উপরে হয়ে গেছে, বাকীটা এক,দুই মাসের মধ্যে হয়ে যাবে। কিন্তু এই মাত্র আমার মাথা শর্ট সার্কিট হয়ে গেছে, ভোল্টেজ উঠা নামা করছে। একটা নিউজ পড়ে, ৪৫ হাজার টাকায় (৬০০ ডলার ) নাকি গাড়ী পাওয়া যায় তাও আবার ভক্সওয়াগনের, আরো বিপদজ্জনক তথ্য হলো এই গাড়ী নাকি এক লিটারে একশ কিলোমিটার চলে।

তার মানে আমি ৭৮ টাকার তেল কিনলে ৪/৫ দিন ঘুরে বেড়াতে পারবো, যেখানে আমি দিনে ২০০ টাকার মতো ভাড়া দিনে দেই, আর সিএনজিওয়ালাদের ভাব সহ্য করি। ঘটনা কতোটা সত্য তা বুঝতে পারছি না। ঘটনা সত্যি হলে এইটা টাটা ন্যনো এর অর্ধেক দামই পাওয়া যাবে। কিন্তু এইটা কতটা নিরাপদ গাড়ী হবে বুঝতেছি না। যারা গাড়ী বিষয়ে খোঁজ খবর রাখেন তারা ইকটু জানাবেন।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।