আমাদের কথা খুঁজে নিন

   

বুক পকেটে চুপসানো বেলুন।

ফ্রি সাইজ টি-শার্ট গায়ে জড়িয়ে পথে পথে হেঁটে বেড়ানো পরিব্রাজক। গতকাল হেচকা টানা দিয়া বাইর কইরা কইলাম, আজ তোমারে ভান খাওয়াবো, খাবা? তার সেই একই উত্তর "নিরূত্তর"। আমি তার কুহর দিয়া এক বুক হাইড্রোজেন ঢালিয়া হৃদপিণ্ডের একটা তার দিয়া গিঁট দিয়া কহিলাম, আজ তোমারে হাওয়ায়ে ভাসাইয়া দিব । আজও তার সেই যন্ত্রণাময়ী নিরবতা। বেলুন তার অজানা পথে ভাসতে থাকে, আমার হৃদপিণ্ডের তারে টান লাগে। এক সময় সে আমার হৃদপিণ্ডের তার ছিঃরে হারিয়ে যায়। বায়ুমণ্ডলের ভারি বাতাস হাইড্রোজেন চুষে নেয়। বেলুন চুপসে যায়, পতিত হয় ভূপৃষ্ঠে, খুজে পায় নতুন বুক পকেট। আমার হৃদপিণ্ডের তার ঠিকই বেলুনের গায়ে তার গিঁট আগলে রাখে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।