আমাদের কথা খুঁজে নিন

   

আমার ভালোলাগা ১টি কবিতা, ও না না এটা তো কবিতা না, তাহলে কি?



অনেক আগে যখন প্রথম আলোর ম্যাগাজিন এর নাম আলপিন ছিল তখন একটা বিভাগ ছিল এইরকম - কেউ সমস্যা পাঠাত, তার সমাধান ,সমাধানের সাবধানতা ও উপকারিতা পাঠানো হত। অনেক আগে পড়াতে কিছু ভুল হতে পারে। যাহোক ব্যাপারটা ছিল এইরকম- সমস্যা: আমি এক উঠতি কবি কবিতা লেখা আমার হবি না হলে চন্দ্রালোকিত জোৎস্নারাত চলতে চায় না আমার হাত জোৎস্না থাকে না বছরের ৩৬৫ দিন ভাব যে আসেনা জোৎস্নাবিহীন সমস্যায় মরি মরি কি যে করি সমাধান চাই নইলে মুক্তি নাই বলুন দেখি চটপট নইলে মাথা হবে হট সমাধান: সমস্যাটা বেশ বড় মুক্তি পেতে চাইলে নিচের লেখা পড় যখন থাকিবে না চাদ দিও না মাথায় হাত হারিকেন একটা জ্বালাও চালের সঙ্গে ঝুলাও ধরিয়া নিবা এটাই তোমার চাদ লিখতে থাক খাতার পর খাতা পাতার পর পাতা এবার ছাপাও বই ছাপা হলে খাওয়াবে কিন্তু দই সাবধানতা: হারিকেন থেকে লেগে যেতে পারে আগুন তোমার ভাগ্য থেকে উড়ে যেতে পারে ফাগুন উপকারিতা: হারিকেনের আলো দেখে আসবে অনেক পোকা তা দেখে লাফাবে তোমার খোকা খুশিতে তোমায় ডাকবে বাপ এটাই তোমার লাভ


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।