আমাদের কথা খুঁজে নিন

   

ভালোলাগা আর ভালোবাসা

স্বপ্ন নেবে গো, স্বপ্ন, বিনি পয়সায় হরেক রঙের স্বপ্ন...

চোখের আলো শুধু পৃথিবী দেখতে জানে আর মনের আলো দেখে মন। অজস্র ব্যথিত হৃদয় জলে ভাসে বলে; তবু মনের চোখে দেখতে পারে ক’জন? তুমি দেখো গাছের সবুজ পাতা, সবুজ পাতার মর্ম কি বোঝো? সবুজ পাতার মাঝে নিজের মনটাকে কি কখোনো খোঁজো? তুমি ঘুরতে ঘুরতে কিনে ফেলো পুরোটা সুন্দর, সাজাও ঘর সাজাও ঘর ভর্তি সবগুলো শো’কেশ, তবে সেই রাজ্যের সুন্দর কখোনো কি আদর মনের মধ্যে সাজিয়ে রাখো? সত্যিই, ভাবোতো, নিজের মনটাকে কি কখনো বোঝো ? পাখির গানে মধূ কলোতানে যে সূধা ঢালে কানে, তা কি ভালোবাসার নাকি শুধুই ভালোলাগার, তা কি জানো? যদি শুধুই ভালো লাগার হয়, তবে তা তো শুধুই প্বার্থিব কারনে। আর ভালোবাসা? ঐটে তো মনের বিষয়। খাঁচার পাখি, তাকে তুমি ভালোবাসবে কিগো! প্রভাতের প্রথম আলোতে ফুটে উঠে যে ফুল সে ফুল যদি ভালো লাগে তাহলে ছিড়তে পারো কিন্তু ভালোবাসলে তা কখোনোই পারবেনা। পাখির গান যদি ভালো লাগে তবে সেই পাখিকে খাঁচায় বন্দি করতে পারো, আর যদি ভালোবাসো তবে প্রকৃতীর মাঝেই তার গান শুনে মুগ্ধ হবে...... (ছবি: taiyabs.wordpress থেকে সংগ্রহীত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।