আমাদের কথা খুঁজে নিন

   

লেটেস্ট নিউজ [ কপি পেস্ট ]

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।

সংসদীয় কমিটির ডাকে সাড়া না দিয়ে খালেদা জিয়া যে চিঠি পাঠিয়েছেন, তার ভাষা অসৌজন্যমূলক ও শিষ্টাচার বহির্ভূত' বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত। আজকের বৈঠকে বিরোধী দলীয় নেতা না গেলেও নির্ধারিত সময়ে বৈঠকে বসেন সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা। বৈঠকে না যাওয়ার কারণ দেখিয়ে সকালেই খালেদা একটি চিঠি পাঠায়। সংসদীয় কমিটি সে চিঠি পর্যালোচনা করেন।

এরপর দুপুর ১টার দিকে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত বলেন, বিএনপি যে চিঠি পাঠিয়েছে, তার ভাষা অসৌজন্যমূলক, অগণতান্ত্রিক, সংসদীয় শিষ্টাচার বহির্ভূত ও অনাকাক্সিক্ষত বলে আমাদের কাছে মনে হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, বৈঠকে আসতে এ ধরনের আমন্ত্রণ দিয়ে চিঠি পাঠানো দুরভিসন্ধিমূলক বলে খালেদার চিঠিতে লেখা হয়েছে। বিএনপিকে তাদের মত জানাতে বৈঠকে আসার জন্য পুনরায় আহ্বান জানান সুরঞ্জিত। তিনি একইসঙ্গে বলেন, সংসদে বিল আকারে প্রস্তাব উত্থাপনের পরও বিএনপির আলোচনার সুযোগ থাকছে। সংবাদ সম্মেলনে কমিটির সদস্য রাশেদ খান মেনন ও তোফায়েল আহমেদও ছিলেন।

সংবিধান সংশোধন নিয়ে ধারাবাহিক বৈঠকের দ্বিতীয় দিন আজ সরকারি দল ছাড়া অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছে কমিটি। সকাল ১১টায় বিরোধীদলীয় নেতাকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু বৈঠকে যেতে অসম্মতি জানিয়ে সকালে তিনি কমিটির চেয়ারম্যান ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে চিঠি পাঠান। এদিকে সংসদীয় কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী একান্ত সচিব ওমর ফারুক সাংবাদিকদের জানিয়েছেন, আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আগামীকাল সকাল ১১টায় আলোচনার কথা থাকলেও তা পিছিয়ে আগামী বুধবার করা হয়েছে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.