আমাদের কথা খুঁজে নিন

   

হারিয়ে খুজি বাবা তোমায়



গত ৫ মার্চ দিন টি শুরু হয়েছিল আমার প্রিয় এক টি ডাকে। যে ডাক আমাকে দিন টি শুরু করারার জন্য জাগিয়েছিল সেই ডাক নিস্তব্ধ হয়ে গেছে সারা জীবনের জন্য। আমার বাবা খুব ই সাধারন এক জন মানুষ। হোমিওপ্যাথ এর এক জন ডাক্তার ছিলেন। সারা জীবন মানুষ এর উপকার করেছেন হাসি মুখ এ।

বাবা জন্য বারিয়ে বলছি না। বগূড়া হোমিওপ্যথ মেডিকেল কলেজে এর প্রভাষক ছিলেন। পাশের মুচিটিও যখন বাবার জন্য চোখের পানি ফেলে, এক পাগল আমাকে জরিয়ে ধরে বলে তার চিকিৎসা কে করবে, মানুষের ঢল জানাজা র দিকে এত ছিল যে আমি কা্দতে ভুলে গেছিলাম। অনেক নেতার জানাজায় অনেক মানুষ আসে কিন্তু এমন কজন মানুষ এর জন্য মানুষ এর আবেগ যে কি পরিমান তা চোখে না দেখলে বিশ্বাস করা বা অনুমান করা যাবে না। আমি এমন এক জন মানূষ দেখিনি যার চোখে পানি ছিল না।

বাবা কে নিয়ে যখন বাড়ির রাস্তায় উঠলাম রাস্তার দুই পাশে মানুষ এর ঢল দেখে কয়েক মুহুরতের জন্য থমকে গেছিলাম। সারা জীবন নিজে সৎ থেকেছেন সবাই কে সৎ থাকার জন্য উৎসাহিত করেছেন। আমার কথা আর কি বলব সব কিছুতেই শুধু তাকেই খুজে ফিরি। ফজরে ঘুম ভেঙ্গে মনেহয় তিনি আমায় ডাকছেন সেই মমতা ভরে। কিছুই যেন পূর্ণতা পায়না তাকে ছারা।

কত যে দায়িত্ব কতযে কাজ, কত মানুষ এর ভালবাসা সব কিছু আমাকে এমন করে আচ্ছন্ন করে রেখেছে যে আমি জানি না কিছু লিখতে পারছি কি না? তারপরও অনেক দিন বসি না লিখতে। আজ লিখতে বসেও ওই প্রিও মুখটি ছাড়া আর কিছুই সামনে আসছে না। দোয়া করবেন সবাই আমার বাবা র জন্য। চোখ ঝাপ্সা হয়ে আসছে, হাত কাপছে লিখতে পারছি না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.