আমাদের কথা খুঁজে নিন

   

পিতৃত্বের স্বীকৃতির নির্দেশ দিল আদালত



ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে তার মেয়ের পিতৃত্বের স্বীকৃতি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া তাকে পাঁচ লাখ টাকা জরিমানাসহ যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়। মাদারীপুর জেলা ও দায়রা জজ মো. আতাউর রহমান এ রায় দেন। রায়ে রাষ্ট্রকে নির্দেশ দেওয়া হয়, শিশুকন্যার ভরণ পোষণের জন্য প্রতিমাসে তিন হাজার টাকা শিশুটির মাকে (বাদী) দিতে হবে। এছাড়া দুই মাসের মধ্যে আসামি সরোয়ার সরদারের কাছ থেকেও পাঁচ লাখ টাকা নিয়ে বাদীকে দেওয়ার জন্য আদালতে জামা দিতে হবে।

সরোয়ার সরদারএখন মাদারীপুর কারাগারে আটক রয়েছেন। মামলার নথি থেকে জানা যায়, ২০০৬ সালে মাদারীপুর সদর উপজেলার সাবেক ব্রাহ্মণদী গ্রামের আড়িয়াল খাঁ নদীতে নৌকায় বসবাসরত এক বেদে মেয়েকে (১৮) পাশের বেদে আবুল সরদারের ছেলে সরোয়ার সরদার (২০) ধর্ষণ করে। পরে মেয়েটি অন্ত:স্বত্ত্বা হলে তার পরিবার সরোয়ারকে বিয়ের জন্য চাপ দেয়। এতে সরোয়ার ও তার পরিবার রাজি না হলে ২০০৬ সালের ৭ নভেম্বর মেয়েটি বাদী হয়ে মাদারীপুর সদর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সরোয়ার সরদারের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

মাদারীপুর আদালতের পিপি সুজিত চ্যাটার্জী বলেন, দীর্ঘদিন মামলাটি বিচারাধীন ছিল। এ সময়ের মধ্যে মেয়েটির একটি কন্যা সন্তান হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.