আমাদের কথা খুঁজে নিন

   

দয়াকরে yahoo password recover করতে সাহায্য করুন



আমার আংকেলের একটা ইয়াহু মেইল আইডি আছে । সাধারণত তিনি ইয়াহু মেসেঞ্জার ইউজ করে মেইল বক্সে যান । পাসওয়ার্ডটি ইয়াহু মেসেঞ্জার এ সেভ করা ছিল । এখন password ভুলে গেছেন, তাই আপাতত মেসেঞ্জার এর মাধ্যমে মেইল টেইল চেক করছেন । ফরগেট পাসওয়ার্ড অপশন দিয়ে ও কাজ হচ্ছেনা কারণ তিনি কোন প্রাইভেট ইনফর্মেশন ও মনে রাখেন নাই এ অবস্থায় কি ভাবে password টি রিকভার করা যাবে ।

password চেঞ্জ করতে চাইলেও পুরাতন passwordটি দিতে হচ্ছে । অনেক সার্চ করেও কোন সমাধান হল না । কোন স্বহৃদয় ব্যক্তি যদি এর সমাধান দেন খুব ই আনন্দিত হব । সাধারণত password কপি করা যায় না,কোন বাইপাস(bypass) ও কি নেই যা দিয়ে মেসেঞ্জার এর password বক্স থেকে password টি কপি করা যাবে , এভাবে খুব সহজ হতে পারে যদি সম্ভব হয় অথবা যে মুহুর্তে মেসেঞ্জার এর মেইলবক্স লিঙ্কটিতে ক্লিক করা হয় সেটি অবশ্যই yahoo mail সার্ভারে user name & password input দিয়ে একটি পেজ রিকুয়েস্ট করে যা আপনাকে মেইল বক্সে ঢুকায় । কিভাবে এই ইনপুট দেয়া password টি রিকভার করা যায় ।

মেসেঞ্জার এ যেহেতু password টি সেভ করা আছে এটি অবশ্যই ইয়াহু মেসেঞ্জার এর প্রোগ্রাম ফাইলের যে কোন ফাইলে বিদ্যমান, কিভাবে এটা উদ্ধার করা যায় । আমি দুবাই তে থাকি জানেন ই তো এখানে কোন জালিয়াতি চলেনা(সব ধরনের সেক্স,ফ্রড,পিশিং সাইট এখানে ব্লক) । প্রক্সি গুলোও বারবার ব্লক করা হচ্ছে । তাই এই মুহুর্তে সাহায্যের প্রয়োজন......

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।