আমাদের কথা খুঁজে নিন

   

ভালবাসা আর যুদ্ধে (All's Not Fair!!)

প্রশ্নগুলো সহজ আর উত্তরওতো জানা!

ট্রয় কেন ধ্বংস হয়েছিল? আদৌ কি ট্রয় বলে কোন দেশ বা শহর ছিলো? প্রশ্ন গুলো সহজ........ ধ্রুপদী 'মিথোলোজি' বা পুরাণে এর নির্বিশেষ পাওয়া যায়। 'হেলেন' এর জন্য ১০ বছরের রক্তক্ষয়ি যুদ্ধ এবং অতঃপর ট্রয় নগরীর ধ্বংস- ভুমিতে আর সমুদ্রে অসংখ্য বীরযোদ্ধার জীবনাবসান! আসল কথা হলো হেলেন এর জন্য ট্টয় ধ্বংস হয়নি। ট্টয় এর এই করুন নিয়তি নির্ধারিত হয়েছিল তারও অনেক আগে। একটি আপেল যা ইতিহাসে 'apple of discord' নামে পরিচিত সেই আপেলই মুলতঃ ট্রয়ের ধ্বংসের কারণ। পেলিয়াস এবং থেটিস এর বিয়ের অনুষ্টান।

পেলিয়াস মর্তের আর থেটিস স্বর্গের! বিয়ে অনুষ্টিত হচ্ছে স্বর্গে ( উত্তর গ্রীস এর মাউন্ট পেলিয়নে)। দেব-দেবিরা নির্বিশেষে আমন্ত্রিত। স্বর্গের দেবীর সাথে মর্তের পেলিয়াস এর এ এক অভুতপূর্ব মিলন! সবাই আমন্ত্রিত শুধু আমন্ত্রন পেলেন না কলহের দেবী 'এরিস'। বিক্ষুদ্ধ, বিব্রত এরিস একটা আপেল ছুড়ে দিলেন বিয়ের অনুষ্ঠানে! আপেলের উপর লেখা 'সবচেয়ে সুন্দরীর জন্য'। আর যায় কোথায় 'হেরা' বলে আমি, 'এথেনা' বলে আমি আর 'আফ্রোদিতি' বলে আমিই এই আপেলের যোগ্য।

'জিয়াস' (প্রধান দেবতা) এই কলহ নিষ্পতির জন্য 'হারমিস' কে নির্দেশনা দেন। হারমিস দেবীদের নিয়ে উপস্থিত হন 'ট্রয়' এর সন্নিকটে (Aegean coast of Asia Minor-এখনকার তুরস্কের অন্তর্গত একটি সমুদ্র উপকূল)। বিচারক নির্ধারিত হলো মর্তের সবচেয়ে 'হ্যান্ডসাম' পুরুষ 'প্যারিস'। নিয়তিই ট্রয়ের রাজপুত্র প্যারিসকে ঠেলে দিলো একজনকে পুরস্কৃত করে অন্য দুই দেবীর রোষানলে পড়বার। দেবীরা প্রলোভিত করতে চাইলো প্যারিসকে (ঘুষ দিয়ে!!)।

'হেরা' বললো যদি প্যারিস তাকে সবচেয়ে সুন্দরী বলে সম্মানিত করে বিনিময়ে তাকে সারা পৃথিবীর উপর কতৃত্ব দেয়া হবে! যুদ্ধের দেবী 'এথেনি' বললো বিনিময়ে সে প্যারিসকে যে কোনো যুদ্ধে জয়ী করে দেবে। আর 'আফ্রোদিতি' দিতে চাইলো পৃথিবীর সবচাইতে সুন্দরী রমণী 'হেলেন' কে। হায়রে প্যারিস! সে ভালবাসার দেবী আফ্রোদিতিকেই দিলো আরাধ্য আপেল। প্যারিস পেলো আফ্রোদিতির মায়ায় মোহিত মেনেলাস এর ব্উ হেলেন কে। আমরা পেলাম এক কিংবদন্তী ইতিহাস........ট্রয়ের করুণ পরিণতি!! পরিশেষ: Helen in Doctor Faustus O thou art fairer than the evening air, Clad in the beauty of a thousand stars, Brighter art thou than flaming Jupiter When he appeared to hapless Semele; More lovely than the monarch of the sky In wanton Arethusa's azured arms. ট্রয়ের অস্তিত্ব নিয়ে ব্লগে অলরেডী একটা লেখা আছে।

তাই ও বিষয়ে লেখলাম না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.