আমাদের কথা খুঁজে নিন

   

টরেন্টে থাকা ফাইল আইডিএম দিয়ে হাইস্পিডে ডাউনলোডের ৪টি সাইট!

এই ব্লগবাড়ি ব্লগারের মতই ছন্নছাড়া । হুটহাট যা লিখতে ইচ্ছা করে, লিখে ফেলা হবে। বেশি ভাবাভাবির সময় নাই। লেটেস্ট মুভি, সফটওয়্যার, ইবুকসহ তাবত ডাউনলোডের জন্য টরেন্টের উপর জিনিষ নাই। µTorrent-এর মত টরেন্ট ক্লায়েন্ট দিয়ে p2p ফাইল শেয়ারিং এর মূল সমস্যা সিডার খুঁজতে সময় লাগা এবং আপলোডিং এ ব্যান্ডউইথ খরচ হওয়া।

একটু পুরাতন মুভি কিংবা সফটওয়্যার যেগুলোর সিডারের চাইতে লিচার অনেক বেশী সেগুলোতে ফুল স্পিডে ডাউনলোড করা যায়না :# তার উপর আপলোডিং-এর প্যারা! তাই পুরানো আক্ষেপঃ "আহারে... যদি টরেন্টে থাকা ফাইলগুলা যদি আইডিএম দিয়ে ফুল স্পিডে রিজিউম সুবিধাসহ ডাউনলোড করা যেত!" -- এই আক্ষেপ পূরণের চেষ্টা নেয়া যাক... ************************************ টরেন্ট লিচিং- ক্যামনে কিঃ (স্টেপ বাই স্টেপ) ধরে নেই টরেন্টে থাকা এই ফাইলটা ডাউনলোড করতে চাই। এর জন্য- ১. "GET THIS TORRENT" বাটনে মাউসের রাইট ক্লিক করে 'Copy link address' এ ক্লিক করে ঐ টরেন্টের ম্যাগনেট লিঙ্কটি কপি করে নিলাম। ২. এবার এই কপিকৃত ম্যাগনেট লিংকটি নিচের ৪টি সাইটের যে কোন একটিতে পেস্ট করে লিচ করিয়ে নিতে হবে (Torrent Caching). ৩. তারপর লিচকৃত লিংকে ক্লিক করলেই আইডিএম দিয়ে ফুলস্পিডে ডাউনলোড শুরু ************************************ টেস্ট করে দেখি.... সাইট ১- furk.net টরেন্ট লিচিং এর জন্য furk আমার প্রথম পছন্দ। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে বেশীরভাগ জনপ্রিয় টরেন্ট ফাইলগুলো এদের সার্ভারে আগে থেকেই ক্যাশ করা থাকে তাই ক্যাশিং এর জন্য আলাদা সময় নষ্ট হয়না। লিঙ্ক দেয়ার সাথে সাথেই আইডিএম দিয়ে ডাউনলোড করা যায় কিভাবে কি?-- প্রথমে ফেসবুকের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নিলাম।

এরপর My Files > New ট্যাবে গিয়ে কাংখিত টরেন্ট ফাইলের কপিকৃত ম্যাগনেট লিঙ্কটি পেস্ট করে Add Download বাটনে ক্লিক করলাম- এবার ডাউনলোড বাটনে ক্লিক করতেই ফুল স্পিডে ডাউনলোড শুরু এইভাবে পছন্দের যে কোন মুভি, সফটওয়্যারও লিচ করিয়ে ডাউনলোড করা যাবে ************************************ এরকম আরও কিছু সাইটঃ সাইট ২- filestream.me - ইমেইল দিয়ে একাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। ১০ গিগাবাইট পর্যন্ত টরেন্ট ফাইল লিচ করানো যাবে। লিচিং খুবই ফাস্ট সাইট ৩- boxopus.com - ফেসবুক/ টুইটার/ ড্রপবক্সের মাধ্যমে লগইন করে একইভাবে ম্যাগনেট লিংকের মাধ্যমে লিচ করানো যাবে। ক্যাশিং তুলনামূলক স্লো তবে ডাউনলোড ফাস্ট সাইট ৪- zbigz.com আরও একটি চমৎকার সাইট। তবে এদের সার্ভার আপাতত ডাউন আছে।

সবচেয়ে বড় সুবিধা রেজিস্ট্রেশন ছাড়াই টরেন্ট লিচ করিয়ে ডাউনলোড করা যায়। পুনশ্চঃ টরেন্ট লিচিং এর সেরা সাইট torrific.com বন্ধ হয়ে যাওয়ার পর আপাতত এই সাইটগুলাই ভরসা। নাই মামার চেয়ে কানা মামা উপরের সবগুলা সাইটই ফ্রিতে হাই স্পিড ডাউনলোড এবং রিজিউম সুবিধা দেয়। কাজেই মামা কানা হলেও একেবারে খারাপ নাহ হ্যাপি ডাউনলোডিং  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।