আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বের সবচাইতে প্রভাবশালী



মহেন্দ্র সিং ধোনি, নাকি বারাক ওবামা—কে বেশি প্রভাবশালী? বলতে পারেন, কোথায় ধোনি আর কোথায় ওবামা। একজনের কাঁধে মাত্র ১১ জনের একটি দলের ভার; অন্যজন বলা যায় পুরো বিশ্বেরই নেতা। অন্তত বিশ্বের মানচিত্র পাল্টে দেওয়ার মতো ক্ষমতাধর রাষ্ট্রের প্রধান তো বটেই। আপনার অনুমান ভ্রান্ত। ওবামার চেয়েও বেশি প্রভাবশালী ধোনি।

প্রতিবছর টাইম সাময়িকী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী যে ১০০ জনের তালিকা প্রকাশ করে, তাতে মার্কিন প্রেসিডেন্টকে ছাপিয়ে গেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক। ধোনির অবস্থান ৫২, ওবামার ৮৭। ওবামার ঠিক পরেই আছেন লিওনেল মেসি। অর্থাৎ, সদ্যই বিশ্বকাপ জেতানো ধোনি প্রভাবশালী চরিত্র হিসেবে মেসির চেয়েও এগিয়ে। সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে টাইম নির্বাচন করেছে ওয়ায়েল ঘনিমকে।

মিসরের এই ইন্টারনেট ব্যবহারকারী স্বৈরশাসক হোসনি মোবারকের পতন ঘটাতে অনেক বড় ভূমিকা রেখেছেন। অথচ এর আগে তাঁর নাম কেউ জানতই না। টাইম-এর নির্বাচনের ধারাটাই এমন। ব্যক্তি নয়, ব্যক্তির ভূমিকাটাই তাদের কাছে মুখ্য। এ কারণেই ওবামার অবস্থান তলানির দিকে থাকলেও তাঁর স্ত্রী মিশেল আছেন ২২ নম্বরে।

‘আমরা সব সময় চেষ্টা করেছি মানুষের মধ্য দিয়ে গল্পটা বলতে। আমাদের কাছে মনে হয়েছে সারা বিশ্বে কী ঘটছে, সেটি এভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া দুর্দান্ত একটি মাধ্যম’—বলেছেন টাইম-এর ব্যবস্থাপনা উপসম্পাদক মাইকেল এলিয়ট। ক্রীড়াবিদদের মধ্যে টাইম-এর তালিকায় সবার ওপরে আছেন কিম ক্লাইস্টার্স। বেলজিয়ান এই টেনিস তারকা অবসর থেকে ফিরে তিনটি গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন। সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম শিরোপা জেতা মায়ের রেকর্ডটা তাঁরই।

ওয়েবসাইট।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.