আমাদের কথা খুঁজে নিন

   

Panda Cloud ফ্রী অ্যান্টিভাইরাস



Cloud Computing এ সময় এর বহুল প্রচলিত শব্দ। খুব সাধারণ ভাবে বলতে গেলে নিজের পিসির resource ব্যাবহার না করে internet এর মাধ্যমে সংযুক্ত সার্ভার এর resource ব্যাবহার করে বিভিন্ন online application , software, games চালানো হল Cloud Computing। গুগল অনেক আগেই online office applications চালু করেছে যা Google docs নামে পরিচিত। Antivirus Vendor গুলোও এখন Cloud computing technology ব্যাবহার করছে। Norton, Mcafee, Trend Micro, Kaspersky, Panda প্রতিটি vendor বিভিন্ন ভাবে cloud technology ব্যাবহার করে থাকে।

এইসব antivirus এর ক্ষেত্রে দেখা যায় অনলাইনে থাকলে detection rate বেশী হয় কারণ অনলাইনে থাকলে cloud technology ব্যাবহার করতে পারে। Panda বেশ বড় antivirs vendor এবং আমেরিকা তে তাদের Market share ব্যাপক। Panda Cloud Antivirus এর দুটি ভারসন রয়েছে , একটি free version এবং অন্যটি professional version. দুটি Version এর পার্থক্য নগণ্য। Professional version ইউজার রা Free Support পেতে পারে যা আমাদের দরকার নাই । Panda Product সমূহের detection rate দারুণ।

Av Comparatives website visit করে বিভিন্ন test এ panda এর ফলাফল দেখতে পারেন। নিম্নোক্ত লিঙ্ক থেকে panda cloud antivirus free version download করতে পারেন। Official Website Offline Installer Difference between free and pro version আপনার পিসি যদি সবসময় online থাকে তাহলে panda cloud ব্যাবহার করে দেখতে পারেন । আশাকরি খারাপ লাগবে না। তবে যারা বেশীরভাগ সময় অফলাইন থাকেন বা নেট ঈউজ করেন না এটি তাদের উপযুক্ত নয়।

এটার technical দিক নিয়ে একটু বলি। Cloud antivirus আপনার পিসি এর প্রতিটি ফাইল এর জন্য একটা signature তৈরি করে সেটা server এ upload করে । সেই signature ব্যাবহার করে server এ scan করে দেখা হয় ফাইল টি নিরাপদ কিনা। একারণেই cloud antivirus ব্যাবহার করলে নেট থাকাটা জরুরি। panda cloud কখনই সম্পূর্ণ ফাইল upload করে না, শুধুমাত্র signature টা upload করে।

আমার অভিজ্ঞতা হল এটা সারাদিন এ ২ মেগা ও upload করে না, তাই আপনার নেট স্লো হওয়ার কোন ভয় নেই। এটার resource usage খুব বেশি না। আমার পিসি তে ২০-৩০ মেগা Ram ব্যাবহার করে, আর CPU usage ও খুব বেশি না , যেহেতু scanning remote server এ হয়ে থাকে। অফলাইনে থাকা অবস্থায় ও এটি কিছু বেসিক protection দেয়, যেমন USB drive vaccination , Behavioral blocking ইত্যাদি। তবে অনলাইনে থাকা অবস্থায় এর detection rate simply গজব ।

User interface খুব simple, আশা করি দুই মিনিট এ সব বুঝে ফেলবেন। একটাই problem তা হল virus পেলে panda ব্যাবহারকারী এর মতামত ছাড়াই quarantine করে ফেলে। তবে আপনি ইচ্ছা করলে quarantine করা ফাইলটি আবার restore করতে পারবেন। panda cloud একটি পরিপূর্ণ antivirus, এটার সাথে আপনি আর কোন antivirus ব্যাবহার করতে পারবেন না। অনেক বিরক্ত করলাম।

কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ । সবার জন্য শুভকামনা।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.