আমাদের কথা খুঁজে নিন

   

টিকিট পেতে ‘অগ্রিম বিড়ম্বনা’

তারা বলছেন, প্রভাবশালীদের মন রাখতে ভালো আসনগুলো আগে থেকেই বুক করে রেখেছেন মালিকরা। আর এ জন্য তৈরি হয়েছে টিকিটের কৃত্রিম সংকট।
বৃষ্টি উপেক্ষা করে গাবতলীতে হানিফ কাউন্টারের সামনে রোববার সকাল থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন মো. শামিম আখতারুজ্জামান। তবে দুপুর পর্যন্ত নিজের কাঙ্ক্ষিত টিকিটটি পাননি তিনি।
“প্রতিবার ঈদের সময় এ সমস্যা তৈরি হয়।

টিকিট থাকার পরেও কাউন্টার গুলো থেকে জানানো হয়েছে টিকিট নেই। এলাকার রাজনৈতিক নেতাদের জন্য এসব টিকিট আলাদা করে রাখা হয়েছে। আর এজন্যই তৈরি হয়েছে কৃত্রিম সংকট। ”
ঈদের জন্য বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গত শুক্রবার। সকালে থেকে বৃষ্টি হওয়ায় আগের দুদিনের চেয়ে রোববার ভিড় কিছুটা কম।

চোখে পড়েনি আগের দুইদিনের মতো লম্বা লাইনও।
শামিমের মতোই টিকিট না পেয়ে খালি হাতে ফেরত গিয়েছেন বাবুল হক। তিনিও করলেন একই অভিযোগ।
“৫ তারিখে বাড়ি যাওয়ার কথা ভেবেছিলাম। গতকালও এসেছিলাম, টিকিট পাইনি।

এখন যে অবস্থা দেখছি তাতে আদোও বাড়ি ফেরা সম্ভব হবে কিনা বুঝতে পারছি না। ”
গাবতলীর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার থেকে ৬ আগষ্টের পঞ্চগড়ের আটোয়ারির দুইটি টিকিট পেয়েছেন তুহিন মাহমুদ।
ঢাকা কলেজের এ শিক্ষার্থী বলেন, “স্বাভাবিক সময় প্রতিটি টিকিটের ভাড়া ৬শ কিন্তু এখন রাখা হচ্ছে সাড়ে ৮শ। বলেও কোন লাভ নেই। কেউ দেখার নেই তাই ইচ্ছা মতো দাম রাথছে।


তবে বাস কাউন্টার গুলো থেকে জানানো হয়, মূলত ৩, ৪ ও ৫ জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি থাকায় সংকট তৈরি হয়েছে।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার কর্মকর্তা দ্বীপ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৩, ৪, ৫ তারিখের টিকিটের চাহিদা বেশি থাকায় ইতিমধ্যে সব বিক্রি হয়ে গেছে। আর বাড়তি ভাড়ার অভিযোগ ঠিক নয়। ঈদের আগে মালিক সমিতিই ভাড়া নির্ধারণ করে দিয়েছে। আমরা সে অনুসারেই দাম রাখছি।


মিরপুর মাজার রোডের দর্শনা ডিলাক্সের প্রধান কার্যালয়ের একটি কাউন্টারের দায়িত্বে থাকা ফজলে রাব্বি বলেন, “ঈদের সময় চাপ স্বাভাবিক ভাবেই একটু বেশি থাকে। গত দুই দিনেই বেশিরভাগ মানুষ টিকিট সংগ্রহ করে ফেলেছেন। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.