আমাদের কথা খুঁজে নিন

   

অ্যানাদার মিডনাইট মুভমেন্ট-ছোট ভাইয়ের বাসা টু ভাড়া বাসা।

* আমি খুজে বেড়াই নিজেকে *

মধ্যরাতের কাজ কর্ম নিয়ে আমার কেন অনেকই সন্দেহ পোষন করেন। কিছু কিছু লোক আছেন যারা মধ্য রাতে কাজ করেন। এটা উদ্দ্যশ্য প্রনোদিত কিনা সেটা সন্দেহ জনক। অপকর্ম গুলো রাতেই হয়ে থাকে সাধারনত, কিন্তু নির্দোষ কাজ গুলোও রাতের আঁধারে করতে ভালো বাসেন। ভাবটা এমন যে আমি এই সময়টাকেই পছন্দ করি, এটা আমার অভ্যেস।

আসলে তা নয়, অজুহাত অপকর্মের মুভমেন্টে অজুহাত দাঁড় করা যায়। ছোট ভাইয়ের বাসা ছেড়ে গুলশানে নিজের ভাড়া করা বাড়িতে উঠেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। বৃহস্পতিবার প্রথম প্রহরে বিএনপি চেয়ারপারসন নতুন বাড়িতে ওঠেন বলে তার প্রেসসচিব মারুফ কামাল খান জানিয়েছেন। এক বিঘা জমির ওপর নির্মিত দ্বিতল এ বাড়ি থেকে পাকিস্তান দূতাবাস কাছেই। খালেদা ওঠার আগেই গত কয়েকদিনে বাড়ি সাজানো সরাসরি তত্ত্বাবধান করতেও তাকে দেখা গেছে।

গত বছরের ১৩ নভেম্বর সেনানিবাসের অবৈধ বাড়ি দখল ছাড়া হওয়ার পর খালেদা গুলশানে ছোট ভাই শামীম এস্কান্দারের অ্যাপার্টমেন্টে উঠেছিলেন। নতুন যে বাড়িতে খালেদা উঠেছেন, তার মালিক সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কামরুল ইসলামের ছেলে তানভীর ইসলাম। কামরুলের মা ফিরোজা ইসলামের নামে এ বাড়িটির নাম- 'ফিরোজা'। অভিযোগ রয়েছে বাড়িটি অবৈধ জমির উপর কিয়দংশ নির্মিত। স্বামী জিয়াউর রহমানের সঙ্গে ১৯৭২ সালে সেনানিবাসে মইনুল সড়কের বাড়িতে ওঠেন খালেদা।

জিয়ার মৃত্যুর পর সরকারের কাছ থেকে অবৈধ বরাদ্দ নিয়ে ওই বাড়িতেই অবৈধ ভাবে ছিলেন তিনি। তবে বর্তমান সরকার অবৈধ বরাদ্দ বাতিলের পর তা নিয়ে আইনি লড়াই চালিয়েও ব্যর্থ হয়ে গত বছর বাড়ি ছাড়তে হয় খালেদাকে। খালেদার দুই ছেলে তারেক ও আরাফাত এখন বিদেশে রয়েছেন। তাদের বিরুদ্ধে মুদ্রা পাচারসহ নানা অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।