আমাদের কথা খুঁজে নিন

   

অনূর্ধ্ব-১৬ সাফে ব্যর্থতার তদন্ত হবে

রোববার সালাউদ্দিন বলেন, “আমি ভাবতেই পরিনি বাংলাদেশ দলের পারফরম্যান্স এতোটা বাজে হবে। কেন এমন হয়েছে তা আমাদের খুঁজে বের করতে হবে। কারণ এই ফলের প্রভাব জাতীয় দলের ওপর পড়বে। ”
টুর্নামেন্টের সেমিফাইনালে স্বাগতিক নেপালের কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয়েছে বাংলাদেশের তরুণরা। আর গ্রুপ পর্বের শ্রীলঙ্কাকে ৩-১ গোলে হারালেও ভারতের কাছে হেরেছে ২-০ গোলে।


সালাউদ্দিন বলেন, “ভবিষ্যতে বয়সভিত্তিকদল বিদেশে পাঠাতে আমাদের আরও একবার ভাবতে হবে আমাদের। এই জন্য তদন্ত করে দেখবো বলে ভেবেছি আমরা। ”
দলের ব্যবস্থাপক ইলিয়াস হোসেন দাবি করেন, “আমাদের প্রতিপক্ষগুলো বেশি বয়সের খেলোয়াড় খেলিয়েছে। তাছাড়া আমাদের কয়েকজন খেলোয়াড় অসুস্থ ছিল, তারা ভালোভাবে সেরে উঠার সুযোগও পায়নি। যার প্রভাব দলের পারফরম্যান্সে পড়েছে।


বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু যুবায়ের নিপু বলেন, “২০০৭ সালের পর থেকে বয়সভিত্তিক টুর্নামেন্টেগুলোতে কোন সফলতা আসছে না। এর প্রধান কারণ হচ্ছে মেধাবি ফুটবলারের অভাব। তাছাড়া টুর্নামেন্টগুলোতে নিয়মিত খেলার সুযোগ না পাওয়াটাও এই ব্যর্থতার অন্যতম কারণ। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।