আমাদের কথা খুঁজে নিন

   

Fake ID



আমি আমার বন্ধুদের Facebook এর Profile গু্লি দেখছিলাম । দেখতে দেখতে কখন যে বলদের খামারে ঢুকে পরেছি আমি নিজেই জানিনা। খামারে ঢুকে দেখি সে এক বিশাল ব্যাপার পাচঁটা না দশটা ও না আপনারা হয়তবা ভাবছেন তাহলে পনেরটা ? তা ও না এক হাজার দুইটা বলদ(১০০২)এক সাথে থাকে। দেখে তো আমি কিছুক্ষন চুপ মেরে বসে রইলাম।এতো গুলো বলদ যখন আমি দেখলাম দেখার পর স্বভাবতই আমার মালিক দেখার খুব ইচ্ছে হল। আর মালিক দেখতে গিয়ে দেখি সে এক বিশাল ব্যাপার…. এতো গুলো বলদের একটি মেয়ে। আমি চিন্তায় পরে গেলাম কিভাবে সম্ভব ???? পরে মালিকের খুজ নিতে লাগলাম...চেয়ে দেখি ও তো কোন মেয়ে না মেয়ে রূপি ছেলে যে কিনা তার স্ব-জাতীকে বলদ বানিয়ে নিজে রাখাল হয়ে এ বসে আছে। অতএব বন্ধুরা Fake ID হতে সাবধান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।