আমাদের কথা খুঁজে নিন

   

আইপিএলের আজব ফিক্সচার!!!



আইপিএলে এবার ১০ টি টিম। প্রতিটি টিম এক অপরের সাথে ২ বার করে খেললে লীগ পর্যায়ে মোট ৯০ টি খেলা হওয়ার কথা। কিন্তু খেলা হচ্ছে ৭০ টি এবং প্রতিটি দল লীগ পর্যায়ে মোট ১৪ টি করে ম্যাচ খেলবে। অর্থøাৎ কারো সাথে ২ বার ও কারো সাথে ১ বার করে খেলবে। যেমন- কলকাতা দিল্লী, পাঞ্জাব, মুম্বাই ও পুনের সাথে ১ বার করে ও বাকীদের সাথে ২ বার করে খেলবে।

চেন্নাই দিল্লী, পাঞ্জাব, মুম্বাই ও ডেকানের সাথে ১ বার করে ও বাকীদের সাথে ২ বার করে খেলবে। মুম্বাই কলকাতা, চেন্নাই, কোচি ও ব্যাঙ্গালোরের সাথে ১ বার করে খেলবে। ৯০ টা খেলা হলে লীগটা আরো দীর্ঘ হতো তাই এমন করা। কিন্তু কার সাথে ১ টা খেলা অর কার সাথে ২ বার তা কিসের ভিত্তিতে এটা করা হয়েছে তা জানা যায়নি। এদিকে লীগ পর্যায়ের পরের ফরম্যাট টা কিন্তু মজার হয়েছে।

লীগের ১ম ও ২য় দলের মধ্যে যে জিতবে সে ফাইনালে চলে যাবে। আর যে দল হারবে সে ৩য় ও ৪র্থ দলের মধ্যে খেলায় যে জিতবে তার সাথে লড়বে ফাইনালে যাওয়ার জন্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.