আমাদের কথা খুঁজে নিন

   

ইলেকট্রনিক্স পার্টস পরিচিতি - ১ (ছবি ব্লগ) !!! ইলেকট্রনিক্সপ্রেমী দের জন্য।

আউলা মাথার বাউলা পোলা। অনেক দিন ইলেকট্রনিক্স নিয়ে ব্লগ দেয়া হয়না। লেখালেখির আগ্রহটা কেন যেন কমে গেছে। তার উপর সময় এর বড় অভাব। তবে ভাবছি আবার একটু একটু করে শুরু করব।

আপাতত আজকে কিছু দরকারী এবং বহুল ব্যাবহৃত পার্টস এর পরিচিতি দিয়ে শুরু করলাম। আশা করি সবার ভাল লাগবে। ১। রেজিস্টর (রোধক) এই জিনিসটা এর ভেতর দিয়ে প্রবাহিত বিদ্যুতকে বাধা দেয়। কোন সার্কিটে বিদ্যুত প্রবাহ নিয়ন্ত্রন করতে এটা কাজে লাগে।

রেজিস্টর সাধারনত কার্বন দিয়ে তৈরি করা হয়। রেজিস্টর এর মান বের করার জন্য দরকারি কালার কোড বাম থেকে প্রথম ২ বা ৩ টা দাগ অনুযায়ী নম্বর পাশাপাশি বসিয়ে যে সংখ্যা পাওয়া যাবে তাকে গুনক দিয়ে গুন করলে মান বের হবে। টলারেন্স দিয়ে বুঝায় তাপমাত্রাভেদে মান শতকরা কতখানি বদলাতে পারে। আরও কয়েক ধরনের রোধক ২। ক্যাপাসিটর (ধারক) ক্যাপাসিটর জিনিসটা বৈদ্যুতিক চার্জ জমা রাখতে কাজে লাগে।

এটা বানানো খুবই সোজা। যেকোন ২ টা বিদ্যুৎ পরিবাহী পদার্থকে কোন অপরিবাহী পদার্থ দিয়ে আলাদা করে রাখলেই তা ক্যাপাসিটর হিসাবে কাজ করে। সেই হিসাবে আমাদের চারপাশের মোটামুটি অনেক বস্তুই ক্যাপাসিটর এর মত কাজ করে। বাসায় বড় ধাতব থালা থাকলে ২টা থালা নিয়ে মাঝে কাগজ রেখে দিলেই তা ক্যাপাসিটর হয়ে যাবে। এমন কি বাসায় ক্যাপাসিট্যান্স (চার্জ জমা রাখার ক্ষমতার একক) মাপার সুবিধা সহ ডিজিটাল মিটার থাকলে তা দিয়ে মেপেও দেখতে পারেন।

হরেক রকমের ক্যাপাসিটর। উপরের গুলা ভেরিএবল ক্যাপাসিটর যা দিয়ে রেডিও টিউনিং করা হয়। নিচের দিকে ডানের গুলা সিরামিক ক্যাপাসিটর, এগুলার মান কম হয়ে থাকে। ডানের দিকের গুলা ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর। এরা অনেক ছোট প্যাকেজে অনেক বড় মানের ক্যাপাসিটর।

আরও একটা ইলেক্ট্রোলাইটিক ক্যাপাসিটর। খেয়াল করুন এর ছোট পা টা বা যেদিকে ব্যান্ড আঁকা থাকে সেই পা টা নেগেটিভ। এই ক্যাপাসিটর কিন্তু নেগেটিভ পজেটিভ ঠিক করে লাগাতে হয়। না হলে সমস্যা করবে। ৩।

ইন্ডাকটর (আবেশক) ইন্ডাক্টর হল এমন একটা যন্ত্রাংশ যা কিনা বিদ্যুত প্রবাহ পেলে তড়িতচৌম্বকক্ষেত্র তৈরি করে তাতে শক্তি জমা করে রাখতে পারে। উল্লেখ্য যে যেকোনো তড়িৎবাহী পদার্থই ইন্ডাক্টর হিসাবে কাজ করে। তবে সোজা তারের ইন্ডাকট্যান্স (তড়িতচৌম্বকক্ষেত্র তৈরির ক্ষমতা) খুবই কম হয়। তাই এই ক্ষমতা বাড়াতে তারকে পেঁচিয়ে কুন্ডলি বানানো হয়। এ সময় আসলে এটা একটা তরিতচুম্বক হিসাবে কাজ করে।

তারের পেঁচান কুন্ডুলি অল্প যায়গায় বড় মানের ইন্ডাক্টর পেতে হলে তখন কুন্ডুলির ভিতরে ফেরোম্যাগ্নেটিক পদার্থের কোর ব্যাবহার করতে হয়। এটা তড়িতচৌম্বকক্ষেত্র কে শক্তিশালী করে। ৪। ট্রান্সফর্মার (দুঃখিত এটার সঠিক বাংলা জানিনা) ট্রান্সফর্মার হল একে অপরের চৌম্বকক্ষেত্রের নাগালে থাকা ২ টা তারের কুন্ডুলি। সোজা কথায় ২ টা ইন্ডাকটরের ভিতরে মিউচুয়াল ইন্ডাকট্যান্স ঘটলেই তাকে ট্রান্সফর্মার বলা চলে।

এই জিনিশ এমন কোন সার্কিট নাই যেখানে ব্যাবহার হয়না। কি পাওয়ার লাইন, কি রেডিও টিভি, আন্টেনা, কি কম্পিউটার সবখানেই। এটার কাজ হল, এক সার্কিট থেকে আরেক সার্কিটে কারেন্ট আর ভোল্টেজ এর মান পরিবর্তন করে বিদ্যুৎ শক্তি প্রবাহিত করা। দুঃখের বিষয় হল গুগলে এটার ছবি খুজতে যেয়ে আমার গলদ ঘর্ম অবস্থা। শুধু সিনেমার ছবি আসে।

অনেকক্ষন পর সত্যিকারের ট্রান্সফর্মার খুজে পাইছি। -------------------------------------- আজকের মত এইটুকুই। পরের পর্বে আরও নতুন পার্টস এর সাথে পরিচয় হবে। -------------------- ---------------------------------------- যারা আমার ইলেকট্রনিক্স এর খুঁটিনাটি সিরিজ টা পড়েন নি, তাদের জন্য নিচে রইল লিঙ্ক-------------- ইলেকট্রনিক্স এর খুঁটিনাটি - পর্ব ১(সূচনা সাথে ভোল্টেজ ও কারেন্ট এর ধারনা। ) Click This Link ইলেকট্রনিক্স এর খুঁটিনাটি পর্ব ২( ভোল্টেজ -কারেন্ট শেষ পর্ব + রেজিস্টর নিয়ে আলোচনা ) Click This Link ইলেকট্রনিক্স এর খুঁটিনাটি পর্ব ৩( রেজিস্টর কালার কোড + আপেক্ষিক রোধ) Click This Link ইলেক্ট্রনিকসের খুঁটিনাটি - পর্ব ৪ (সিরিজ - প্যারালাল আলোচনা) Click This Link ইলেক্ট্রনিক্সের খুঁটিনাটি -পর্ব ৫(ভোল্টেজ ডিভাইডার + কারেন্ট ডিভাইডার) Click This Link ইলেক্ট্রনিক্সের খুঁটিনাটি –পর্ব ৬ ( কার্শফ’স কারেন্ট ল ) Click This Link ইলেক্ট্রনিক্সের খুঁটিনাটি –পর্ব ৭ ( কার্শফ’স ভোল্টেজ ল ) Click This Link ইলেক্ট্রনিকসের খুঁটিনাটি - পর্ব ৮ (ওয়াই-ডেল্টা কানেকশন) Click This Link ইলেকট্রনিক্সের খুঁটিনাটি – পর্ব ৯ (সার্কিট সলভ - নোডাল এনালাইসিস) Click This Link ইলেকট্রনিক্সের খুঁটিনাটি – পর্ব ১০ (সার্কিট সলভ - মেশ এনালাইসিস) Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.