আমাদের কথা খুঁজে নিন

   

বাইউরা আন্নেরা গলফ হুনবেননি?

যদিও তুমি ধ্রুবতারা তবুও আমি দিশেহারা

নোয়াখাইল্লাগো লইয়া একগনি হুষ্ট দেইহা আর মনডায় চাইল আন্নেগো লগে একগনি গলফ শিয়ার কুরি। বাইউরা আন্নেরা কেউ অয়তো জানেন কেউ আবার ন জানেন। একবার জাপানে এক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিষয় হচ্ছে পৃথিবির সবচাইতে অবিশ্বাষ্য গল্প বলা, এমন জিনিষ বলা যা কেউ কখনোই কল্পনাই করতে পারবেনা। প্রতিযোগিতায় বিচারক হিসেবে এমন একটি মেশিন রখা হয়েছে যেটা এইধরনের অবিশ্বষ্য জিনিষ শুনলে বাষ্ট হয়ে যাবে।

তার মানে প্রতিযোগি যদি মেশিন টা ফাটিয়ে দিতে পারে তাহলে সেই জয়ী। তো প্রথম প্রতিযোগি হিসেবে জাপান থেকে এক স্বাগতিক প্রতিযোগি এসে বলল, আমাদের দেশে এমন একটা বিল্ডিং আছে যেইটার ছাঁদ থেকে পাঁচ বছরের এক শিশু লাফ দিলে ষাট বছর বয়সে নিচে এসে পড়বে। এমন কথা শুনেও মেশিন এর কিছুই হলনা। এরপর এক ইন্ডিয়ান এসে বলল, আমাদের দেশে এমন এক লোক আছে যে একলাফে কোন এক তারায় চলে যেতে পারে সেখান থেকে আরেক লাফে আরেক তারায়, এমনি করে সমস্ত মহাবিশ্ব জুড়ে লাফা লাফি করতে পারে। গল্প শুনে এইবারও মেশিনটি অক্ষত রইল।

এইবার বাংলাদেশি এক প্রতিযোগি এসে বলল, আমাদের দেশে একটি জেলা আছে নাম হচ্ছে নোয়াখালি, তো সেখানে এক ভদ্রলোক বাস করত। লোকটি আর কিছু বলার সুযোগ পেলনা, সঙ্গে সঙ্গে মেশিনটি বাষ্ট গেল। নোয়াখালির ভদ্রলোকদের উদ্দেশ্যে বলছি, আমার উপরে চেইতা লাভ নাই কইলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.