আমাদের কথা খুঁজে নিন

   

যাব বৈশাখী ঝড়ে

আমি আগামী নই, নই বর্তমান,আমি সময়ের মতো বহমান..

দক্ষিণ দুয়ার খোলো ঐ বৈশাখ এল রে এল ওঠো হে চিরঞ্জীব স্পর্শ কর তারে, গ্রীষ্ম,বর্ষা,কত ঋতু থাকে মাস ধরে কিন্তু বৈশাখী ঝড় মেলে বড় ভারে । চৈত্রের সময় হয়ে গেছে শেষ ঋতুতে লেগেছে আজ বৈশাখী রেষ । চোখ মেল দূর দেশে ঐ বৈশাখী ঝড় এলো রে ভেসে, খোলো দুয়ার খোলো ধুলাতে আজ সব হোক এলোমেলো । ললাটে তার ছড়ালো মেঘের অবিরত কেশ দুরন্ত বাতাসে আহা ধুলার সে কী অপরূপ বেশ ! শেষ বিকেলে রবির হলো হঠাৎ ছুটি, আঁধার ঝাঁপিয়ে পরে ধরায় করে লুটোপুটি; শন শন বাতাস বহে, ধুরুম ধারাম, তার পানে ছুটে চলে দুরন্ত পরাণ। কাল বৈশাখীরে বোশেখ দিল আহবান রুদ্ধশ্বাসে ধুলোরা ছোটে যেন আকাশ সমান এই বুঝি শোনা গেল মেঘের বয়ান ঐ গেল উড়ে গেল মাতাল পরাণ, এরপর শুরু হল জলের পতন ভেজা মাটির ঘ্রাণে মিশে একাকার হল যে ভুবন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।