আমাদের কথা খুঁজে নিন

   

কিছু মজার তথ্য

♣ কিছু প্রয়োজনীয় তথ্য জেনে নিন! আশা করি আপনার কাজে আসবে... ► আপনার যদি বুক জ্বালাপোড়া করে তাহলে চুইংগাম খান এতে বুক জ্বালাপোড়া কমে যাবে! ►মহিলাদের অতি ব্যবহৃত লিপস্টিক তৈরি করার জন্য মাছের আইশ ব্যবহার করা হয় । ►কাঁচা দুধে তুলা ভিজিয়ে ঠোটে ঘষুন ,কালো দাগতো উঠবেই সাথে ঠোটে গোলাপী ভাব আসবে । ►কনুইয়ের কালো দাগ দূর করতে লেবুর খোসায় চিনি দিয়ে ভালো করে ঘষুন । চলে যাবে । ►ব্রনের উপর রসুনের কোঁয়া ঘষে নিন ,তাড়াতাড়ি মিলিয়ে যাবে ।

গ্যারান্টি । ►পায়ের গোড়ালী ফাটলে ,পেয়াজ বেটে প্রলেপ দিন । ক্রীম কিংবা স্ক্রাব এর ঝামেলায় যেতে হবেনা ►► বলুন তো, পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে?? মরুর জাহাজ খ্যাত উট?? নাকি বই কাটারওস্তাদ ইঁদুর?? জানি অনেকেই ভুল করবেন। । কিন্তু সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটিউটের চেয়ে বেশীদিন বেঁচে থাকে!! ►► পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগই পানিতে বাস করে (সমুদ্রে)!! ►► কানাডা একটি ইন্ডিয়ান শব্দ, যার মানে হলো “Big Village (বড় গ্রাম)”!! ►► কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।

। ►► একটি তিমি মাছের হৃৎপিণ্ড মিনিটে ৯ বার কম্পিত হয় (ঠিক শব্দটা মনে পড়ছে না, হৃৎপিণ্ড কি হয়?? কম্পিত না স্পন্দিত??)!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.