আমাদের কথা খুঁজে নিন

   

ছাকিব খানকে হত্যার হুমকি !!



জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় এ মামলা করা হয়। শাকিব খান নিজে বাদী হয়ে মামলাটি করেন। এতে আবদুল আজিজ ও শীশ মোহাম্মদ নামের দুই চলচ্চিত্র প্রযোজকসহ পাঁচ-ছয়জনকে আসামি করা হয়। শিল্পাঞ্চল থানার পুলিশ জানায়, শাকিব খান অভিযোগ করেন, গতকাল শনিবার দুপুরের দিকে তিনি এফডিসির ৩ নম্বর রূপসজ্জা কক্ষে উপস্থিত ছিলেন।

এ সময় আবদুল আজিজ ও শীশ মোহাম্মদ নামের দুই চলচ্চিত্র প্রযোজক তাঁদের সঙ্গীসহ রূপসজ্জা কক্ষে প্রবেশ করেন। তাঁরা অস্ত্র বের করে তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এ সময় উপস্থিত পরিচালক-প্রযোজকেরা তাঁদের রূপসজ্জা কক্ষ থেকে বের করে দেন। শাকিব প্রথম আলোকে বলেন, আবদুল আজিজ ও শীশ মোহাম্মদের দুটি ছবিতে কাজ করার জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে শুটিং করার কথা থাকলেও তাঁরা কাজ করেননি।

বিষয়টি নিয়ে তিনি ছবির পরিচালক শাহীন-সুমনের সঙ্গে কথা বলেছেন। তার পরও পরিচালক সুমনকে সঙ্গে নিয়ে দুই প্রযোজক রূপসজ্জা কক্ষে এসে অস্ত্র প্রদর্শন করে শতকরা ১৮ ভাগ সুদসহ আগাম দেওয়া টাকা ফেরত চান। এ ব্যাপারে পরিচালক সুমনের মতামত জানতে চাইলে তিনি বলেন, হঠাৎ করেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রযোজক আবদুল আজিজের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি অস্ত্র প্রদর্শন করিনি, মেরেও ফেলতে চাইনি। শিডিউল চাইতে গিয়েছিলাম।

কথা-কাটাকাটি হয়েছে। শাকিব আমাকে গালি দিয়েছে, তাই আমিও গালি দিয়েছি। কিন্তু কোনো অস্ত্র বের করিনি। আর আমার সঙ্গে কোনো গানম্যান ছিল না। ’ এফডিসির সূত্র জানায়, গতকাল এ ঘটনার পর পুলিশ ও র্যাব সদস্যরা এফডিসিতে আসেন।

তাঁরা নিরাপত্তা জোরদার করেন। এ ঘটনার প্রতিবাদে দুপুরের পর থেকেই এফডিসিতে কাজ বন্ধ হয়ে যায়। সূএ : পরথম আলু আসুন আমরা সবাই এই ঘটনার তীব্র নিন্দা জানায় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।