আমাদের কথা খুঁজে নিন

   

আসেন আসেন, মজিলা ব্রাউজারে যারা স্ক্রীণশট নেয়া নিয়া সমস্যায় আছেন তারা এইবার ফাটাইয়া ওয়েবপেইজের ছবি তুলেন আর ফ্রিল্যান্সিং করতে চাইলে ও এই পোস্ট পার্ট : ০২ আপনার-ই জন্য

২.০ মেগাপিক্সেল মোবাইল ক্যামেরায় চলছে। যোগাযোগ <<< photopagol@gmail.com >>>

ফ্লিকারের ছবি সেভ করা যায়না, ফ্ল্যাসের ছবিও একই । এই সমস্যার সমাধান কি ??? এই মাসের ৮ তারিখে মজিলা ব্রাউজারে যারা স্ক্রীণশট নেয়া নিয়া সমস্যায় পইড়া আমার এই পোস্টে হেল্প চাইছিলাম। তার পরেও তেমন কাজ হয়নাই, মানে তখন সিস্টেম হয় নাই। পরে অনেকক্ষন খুইজা সরাসরি লিণ্ক পাইলাম।

Click This Link এইটা মজিলার নিজস্ব ওয়েবসাইট এর ঠিকানা। তাই লেটস ডু ফান। পার্ট ০২: আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু অনলাইনে আয় -রোজগার করার আকান্খা আছে তবে উপায় জানা না থাকায় কাজে নামতে পারেতছেন না। হ্যাহ্ এইটা আবার এমন কি ??? তাইনা ??? না, আসলেই না জাইনা নামা আরও হতাশার ব্যাপার। আজ তেমন কিছু বলবনা।

খালি বলব, পারলে এই কয়টা জিনিস শিখবেন ::: গ্রাফিক্স ডিজাইন ::: লোগো ডিজাইন ::: ওয়েবসাইট ডেভেলপমেন্ট ::: আর সামান্য এবং প্রাসন্গিক প্রোগ্রামিং ল্যান্গুয়েজ ::: তার পরে ::: ওডেস্ক ::: ফ্রিল্যান্সার ::: এই ওয়েবগুলোতে রেজিঃ করে আমাকে মেইল দিয়েন, যথাসম্ভব পরামর্শ দিব। আর এই নিয়ে শীঘ্রই আরো কিছু পোস্ট দিব ভাবতেছি। :::: আর আমার পরিচিত ভাই-বেরাদর ব্লগার বৃন্দ ::: গত কিছু সপ্তাহে এই সব নিয়েই ব্যস্ত আছি । এখন জাভা শিখতেছি । তাই মোবাইল থেকেই ব্লগে থাকি, তাড়াতাড়ি-ই আবার আইসা পড়ুম দোআ করি সবাই ভালো থাকবেন


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.