আমাদের কথা খুঁজে নিন

   

মাদকাসক্ত নিরাময় কেন্দ্র ‌‌‌‌''অশ্রু''



আমি গতকাল ১৬/০৪/২০১০ইং তারিখে আমার প্রতিষ্ঠান মালিকের বড় ভাইকে দেখতে এবং তার বিল পরিশোধ করার জন্য ''অশ্রু" দিনাজপুর গিয়েছিলাম। কারণ সে ছিল মাদকাসক্ত। আমার সঙ্গে আমার এক ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম। যদিও সে আমার থেকে বয়সে ছোট তবুও অনেক ফ্রি তাই আমার সাথের ছোট ভাই মাঝে মধ্যে নেশা করত। তা আমি জানতাম।

দুজনে যথাসময়ে ''অশ্রু"তে প্রবেশ করে। তার মানে আমার প্রতিষ্ঠান মালিকের বড় ভাইয়ের সাথে দেখা করার জন্য বললে ''অশ্রু" কর্তৃপক্ষ আমাদেরকে বসতে বলল এবং তাকে নিয়ে আসল। আমি তার সাথে কথা বলছি এমন সময় বাহিরের গেট থকে কিসের আওয়াজ আসল। জানাগেল একজন মাদকাসক্তকে তার বাবা মা এবং বোন নিয়ে এসেছে চিকিৎসার জন্য কিন্তু সে যখন দেখল তাকে মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। সে তখন তার বাবা মা ও বোনকে অটো থেকে ধাক্কা মেরে পালিয়ে যাচ্ছিল।

তার বোন ও বাবা তার পেছন পেছন ছুটতে থাকে এরই মধ্যে "অশ্রু" কর্তৃপক্ষের তিনজন কর্মি দৌ্ড় দিয়ে তার বাবা ও বোনকে সহযোগিতা করে তাকে ধরে এনে পাজাকোলা করে ভেতরে নিয়ে যায়। তার বাবা মা ও বোনকে আমরা খুব করে কাঁদতে দেখি ও প্রচুর দঃখ প্রকাশ করে। বলে আমাদের একটা ছেলে বাবা এই একটা ছেলে এখন আমাদের দুনিয়াতে দোযখের অশান্তি দিচ্ছে। বাবা আমাদের ছেলেটাকে ভাল করে দাও। আল্লাহ তোমাদের ভাল করবেন।

এইসব ঘটনা আমি এবং আমার ছোট ভাই দেখেছি এবং আমাদের কাজ সেরে আমরা চলে আসছি এমন সময় রাস্তায় আমার ছোট ভাই আমাকে উদ্দেশ্য করে বলল ভাই আমি আর কোন দিন নেশা করব না। যদি আমারও এমন অবস্থা হয়। তাই বলছি যারা নেশা করছ বন্ধুরা তোমরা ফিরে এসো। নেশার শেষে কোনই ভাল কিছু নাই। জীবন তো একটাই ভালভাবে সেটাকে উপভোগ কর।

ভাল থেকো তোমরা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.