আমাদের কথা খুঁজে নিন

   

তাড়ছেড়া বৈশাখ কিমবা গর্তবাসী ইদুরের ফ্যাচড় ফ্যাচড় ।

ফুলটাইম ক্রুয়েল জোকার, পার্ট টাইম সিরিয়াস

১. আরেকটা বৈশাখ এলো । । গত বোশেখের খোড়া কবরে আজ একটা লাশ পড়বে । । একটা লাশের জন্য একটা কবর ই বরাদ্দ।

বৈশাখি কফিনে ধূসর না হতে দেয়া ; পোড়া কিছু অভিমানে আজ পেরেক ঠুকে দেবো, সূর্য ওঠার আগে । । ২. কবিগুরু, পান্তা খাবে?? ইলিশ দিয়ে ?? কর্পোরেট পান্তা ব্যবসায়ীদের কাছ থেকে পান্তা কিনতে গেলে ঠকবে । । কবিগুরু দেখে ছাড় পাবে ভেবেছো ?? আমার কাছে থেকে কেনো , ফ্যামিলি সাইজ কিনলে , আমার ভাগের টা তোমায় ফ্রিতে দিয়ে দেবো ।

আর এইসব চুল দাড়ির ভাব ছাড়ো । । চল তোমাকে স্যালুনে নিয়ে যাই । । সুন্দর করে চুল ছেটে দেবে ।

। স্পাইক করে দেবে ওরা। দাড়িগুলো খোচা খোচা করে দিয়ে ফালি ফালি করে দেবে থুতনির কাছে । । চাইকি তোমার কান ফুটো করে একটা দুল ও পড়িয়ে দেবো ।

। একটুও ব্যথা লাগবে না । । (১৪১৮ তে আছো এখন তুমি কবিগুরু, মুখে যত বুলিই ফোটাক সবাই , তোমাকে যুগের ছাচে বদলে ফেলা হচ্ছে । ।

সরি, কিচ্ছু করার নেই তোমার জন্য ) ৩. বৈশাখ, আসিস যদি, রুদ্র হয়েই আয় । । প্রবল প্রতাপে সব উড়িয়ে দিয়ে আয় । । তান্ডব হয়ে আয় ।

। প্রত্যেকবার মনে হয় , তুই আগেরবারের চেয়ে আরো বেশি দূর্বলতর হয়ে যাচ্ছিস । । রোদের উত্তাপ নেই , শুধু ভ্যাপসা গরম হয়ে আছিস । ।

.... আত্নার আগেই ইচ্ছা মরে যাচ্ছে । । আর .........ইচ্ছের আগে বৈশাখ জ্বলে উঠছে । । ৪. ছেলেটা আর মেয়েটার দেখা হয়েছিলো এরকম কোনো একটা বৈশাখেই।

। .......... কালবোশেখি টা এসেছিলো ঠিক চৈত্র মাসে । । ৫. পিঠপোড়ানো রোদের উত্তাপ নিয়ে তোর আসার কথা ছিলো । ।

আসিশ নি । । বোশেখের প্রথমে জানলাম , তুই এসেছিলি, .... কুয়াশা হয়ে । । .... বাদামি পিঠের স্থলাভিষিক্ত আজ কিছু কুচকানো চামড়া ... ৬. এই একটা দিনের জন্য একবছরের অপেক্ষা ।

। .......... যায় দিন খারাপ, আসে দিন আরো খারাপ । । যে দিন আসে না ... শুধু সেটাই ভালো .... যে রোদ পোড়ায় না , সেটাই মিষ্টি । ।

গা পোড়ানো রোদে কেউ পুড়তে চায় না । । ... সবাই মিষ্টি রোদে পুড়তে চায় ৭. রিকশাওয়ালাদের আজ অনেক তাড়া । প্রতিঘন্টায় ফেরি করে বেড়াচ্ছে । ।

পাত্র-পাত্রী ভিন্ন। দৃশ্যপট আর লোকেশনগুলো মোটামুটি এক । । হুডগুলো তোলা , রোদ থেকে বাচার জন্য । ।

কাছাকাছি থাকার জন্য । । বিষয় তো একটাই - প্রেম ... উপসংহার তো একটাই - গেইম । । .............. বসে বসে রিকশা গুনি ।

। স্বপ্ন গুনি । । জ্যামিতিক কার্ভে পাওয়ার প্লেতে কতোগুলো স্বপ্ন ভাঙে তার গ্রাফ আকি । ।

৮. ১২০ টাকা করে বিরিয়ানি খেতে যার রুচিতে বাধে, তাকে দেখতেছি , দুশো টাকা করে পান্তা খেয়ে বাঙালি হয়ে বেড়াচ্ছে । । আজ আবার আমার বাঙালিত্ব নড়বড়ে হয়ে গেলো । । আজকের এই সাধারণ ক্ষমার দিনে , কটা টাকা খরচ করলেই বাঙালি হয়ে যেতে পারতাম ।

। ............আজকের দিনে আমি হাড়কিপটে হয়েই থাকবো .... ৯. সকালবেলা দেখলাম একটা টোকাই ডাস্টবিন ঘাটতেছে । । বোকা টা কি জানতো আজ পয়লা বৈশাখ । ।

আজ কেউ পান্তা ফেলেনি ওখানে ..... ১০. বাঙালিপনার জোয়ার এসেছে ... মাছ দিয়ে ঢাকি দই শাক । শুভ হালখাতা, বাকি টাকা দাদা?? আজকে পয়লা বৈশাখ । । যান্ত্রিক স্রোতে হেয়ালি করতে, গিটাল ফেলিয়া ঢোল-ঢাক । ।

আজকে বাঙালি হয়েই ছাড়বো , ভোকাল কর্ডেতে জোর হাক। পয়লা বোশেখে লুংগিতে গিট, পান্তা ইলিশে নাক ডাক । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.