আমাদের কথা খুঁজে নিন

   

বাংলায় কথা বলবে আপনার কম্পিউটার

সম্মানিত পাঠকবৃন্দ, আমার সালাম নিবেন। ব্লগ থেকে আমি অনেক কিছু জেনেছি এবং আমি অনেক শিখেছি। তাই আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে কিছু লেখার চেষ্টা করেছি। যেসব লেখা আমার নয় সেসব লেখার যথাযথ সোর্স উল্লেখ করা হয়েছে।

চমৎকার একটি সফটওয়ার আপনাদের সাথে শেয়ার করব।

ধরুন যদি এমন হয় আপনার ইউ এস বি তে কোন মেমোরিকার্ড অথবা পেনড্রাইভ লাগানোর সাথে সাথে বলে উঠে: 1.boss usb পাইছে ভাইরাস চেক করে নেন। 2. boss সমস্যা আছে। 3.boss কম্পিউটার বন্ধ হচ্ছে। 4. boss আমাকে ডিলিট করলেন। 5.boss কম্পিউটার গরম হইয়া গেছে।

চমৎকার এই সফটওয়ার টি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন বি:দ্র: লিংক এ ক্লিক করার পর skip ad এ ক্লিক করতে হবে ইন্সটল প্রক্রিয়া: প্রথমে ফাইলটি আনজিপ করে নিন। এর পর আনজিপ করা ফাইলটি তে ক্লিক করুন। এরপর browse এ ক্লিক করুন। এরপর my computer>c drive> windows. এবার ok বাটনে ক্লিক করুন। এবার computer রিস্টার্ট দিন।

ব্যস হয়ে গেল। সি। আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার কম্পিউটার বাংলায়া কথা বলছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.