আমাদের কথা খুঁজে নিন

   

নাজমুল ইসলাম মকবুল এর চারটি বৈশাখী ছড়া কবিতা

নাজমুল ইসলাম মকবুল

নাজমুল ইসলাম মকবুল এর চারটি বৈশাখী ছড়া কবিতা বৈশাখ বৈশাখ নিয়ে আসে বজ্রের গর্জন কালো মেঘ সাইকোন ঝড় শিলা বৃষ্টি। ষড়ঋতুর অভিষেক শুরু হয় হাওরের ধান কাটা শুরু হয় লিখা হয় বাঙালীর কৃষ্টি। বাতাসের গতিবেগ বেড়ে যায় খড়কুটোর কুড়ে ঘর উড়ে যায় খোলা হয় লাভ তির লিস্টি। চাষীদের হাড়ভাঙ্গা খাটনী কাচা আমের মজাদার চাটনী পানি আসে জিভটায় অপরূপ মিষ্টি। সবুজের সমারোহ বেড়ে যায় নদী নালা খাল বিল ভরে যায় বিধাতার অপরূপ সৃষ্টি।

গরমের তীব্রতা বেড়ে যায় লোডশেডিং হাহাকার বেড়ে যায় দেবে নাকী একটুও দৃষ্টি। । বৈশাখ বৈশাখী ঝড় আসছে তেড়ে ওরে কৃষক ভাই তাড়াতাড়ি ধান কেটে নাও সময় যে আর নাই। বানের পানি ডুবিয়ে দিলে নষ্ট হবে ধান। ধানই যেন বাঙালীদের বাঁচিয়ে রাখে প্রাণ।

ওইযে দেখো আম্র গাছে থোকায় থোকায় আম কদিন পরে পাকবে গাছে টসটসে ওই জাম। আসবে কাঠাল আমড়া লিচু তরমুজ আনারস তৈরি হবে পিঠা পায়েস দিয়ে তালের রস। । বৈশাখে বৈশাখে কালো মেঘ চলে ডাকি ডাকি কৃষকেরা কাজে কাজে করে হাকাহাকি। দিনরাত তালে তালে থেমে থেমে নামে ঝড় বান তুফান ভেঙ্গে দেয় গাছ পালা বাড়ী ঘর।

। বৈশাখ এলো বৈশাখ এলো উথাল হাওয়া পান্তা ইলিশ মরিচ খাওয়া আনন্দ আর উৎসবেতে সকলেরই হারিয়ে যাওয়া। বৈশাখ এলো ঝঞ্চা ঝড়ে টাপুর টুপুর বৃষ্টি পড়ে ভীষন গরম তৃষ্ণা বাড়ে রূপ বদলে নজর কাড়ে। বৈশাখ এলো রূপের ছটায় মন রাঙিয়ে ভুবন জুড়ায় আনন্দ আর খুশির জোয়ার বাঙালীদের হাসতে শেখায়। বৈশাখ এলো এগিয়ে চলো উড়াও সবাই রঙিন ফানুষ দুঃখ গ্লানি মুছে দিয়ে এক হয়ে যাও সকল মানুষ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.