আমাদের কথা খুঁজে নিন

   

তবু মানবতার জয় হোক



এই দৃশ্যটি আমাকে কিছুক্ষণের জন্য হলেও থামিয়ে দেয়। বুকের মধ্যে কষ্ট অনুভব হয়। ভাবি আমরা কত টাকা কত ভাবে খরচ করি। অথচ কিছু মানুষ শুধু দু'বেলা খাওয়া পরার জন্য কত কষ্ট নিরন্তর করে যাচেছ। জীবন মানে কি- দু'বেলা পেট ভরে খাওয়া, এছাড়া আর কোনো উত্তর এ ভুবুক্ষ মানুষ গুলো দিতে পারবে না।

সুকান্তের ভাষায়- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। আগামী কাল পহেলা বৈশাখ। চারিদিকে নানা আয়োজন। রঙ বেরঙের সাজে সবাই সাজবে। রমনার বটমূলে হবে নানা আয়োজন।

সুশীর সমাজ সেখানে নব নব বার্তা শুনাবে। আর আমরা তা শুনে পুন্যবান হব। এই শিশুটি জানে না। তার সামনে কত জটিল পথ। তার মুখের নির্মল হাসি তা বলে দেয়।

সে এমন পৃথিবীর প্রত্যাশা করে না। এ পৃথিবীকে আমরা কতটুকু শিশুর বাসযোগ্য করতে পেরেছি? ক্ষুধা, দারিদ্র আর হানাহানির এক পৃথিবী তার জন্য অপেক্ষা করছে। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিন্তু আসলে কি আমরা মানুষের কিছু করতে পেরেছি? যান্ত্রিকতার এ যুগে নীতি কথা, মূল্যবোধ, মানবতা যেন এক অর্থহীন প্রলাপ। এ গুলো যেন এখন শুধু পুস্তকের ভাষা।

আবেগ, মূল্যবোধ, নীতি কথা এগুলো মানুষকে এখন আর ভাবায় না। যান্ত্রিকতার যুগে আমরা অনেকটা যান্ত্রিক হয়ে গেছি। আসুন আমরা নতুন বর্ষে এই প্রতিজ্ঞা করি যে আমরা শিশুর জন্য একটি বাসযোগ্য পৃথিবীর গড়ার চেষ্টা করব। মানবতার জন্য নিজেদের উৎসর্গ করব। মানবতার জয় হোক।

সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।