আমাদের কথা খুঁজে নিন

   

অব্যবহৃত ব্যান্ডুইথ রপ্তানীর উদ্যগ- সরকার কি তামশা করতেসে ?



বাংলাদেশ সাবমেরিন কেবল কম্পানী তাদের অব্যবহৃত ব্যান্ডুইথ রপ্তানীর উদ্যোগ নিয়েছে, এর মধ্যে সিঙ্গাপুরের সিংটেল নিবে ২.৫ জিবি, এবং প্রতিবেশী ভারতের পূর্বাঞ্চলীয় ৮টি রাজ্য (এইট সিস্টার্স) নিবে ১০ জিবি। এখন আমার প্রশ্ন যাদের কাছে ব্যান্ডুইথ বিক্রি হচ্ছে তাদের জনপ্রতি ব্যান্ডুইথ এলোকেশন কি আমাদের চেয়ে কম নাকি বেশী, ভারতের মোবাইল কম্পানী গুলি যেখানে ২৭ এম,বি,পি,এস স্পীড দিচ্ছে সেখানে আমাদের এইখানে বড় বড় কোম্পানি গূলোও এত স্পীড ব্যান্ডউইথ নেয়ার কথা চিন্তা করতে পারে না কারন হচ্ছে ব্যান্ডউইথ এর অতিরিক্ত মুল্য, আর মোবাইল কোম্পানিগূলো আমাদের যে ব্যান্ডুইথ দিচ্ছে তাতো এক কথায় হাস্যকর। ---সরল জীবন এর পোস্ট থেকে নেয়া। View this link আমরা বেন্ডইউথ পাই না আর উনারা রপ্তানি করতেসে ! কি অসাধারন ! আমাদের দেশে ওয়াইমেক্স ওয়ালারা ১ এমবিপিএস আমলিমিটেড বিক্রি করতেসে পাক্কা ৬০০০ টাকা দিয়ে। দুনিয়ার কোন দেশে এত বেশি দামে ইন্টারনেট (ব্যন্ডউইথ) বিক্রি হ্য় না।উনারা এত উচ্চ মুল্যে ব্যন্ড উইথ কিভাবে বিক্রি করলে কিভাবে মানুষ কিনবে ? আমার ভারতিয় বনধুর কাছ থেকে জাণলাম ভারতে ১ এমবিপিএস আনলিমিটেড এর দাম৩০০০ টাকা( ৪০ ডলার), আমাদের বর্তমান মুল্যের অর্ধেক। আর উন্নত বিশ্বে ত পানির দরে অভাবনিয় স্পিড পাওয়া যায়।আমার এক ব্নধু ১৬ এমবিপিএস ইউস করে মাত্র ২৫ডলার এ।আমি বিদেশে ব্যন্ডউইথ পাচার এর তীব্র প্রতিবাদ জানাই এবং এই পোস্ট স্টিকি করে সরকারের কাছে গন দাবি জোরালো করার দাবি জানাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।