আমাদের কথা খুঁজে নিন

   

হে বন্ধু হে প্রিয়

আমরা শুধু আপন মানুষ খুঁজি, আপন মানুষদের খুঁজতে হয় না, তারা পাশেই থাকে !!
পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার এ মন জেগে উঠে- যার কন্ঠ শুনে নতুন করে রবীন্দ্রসংগীত শুনার প্রেরনা পেয়েছিলাম সে হলো আবিদ। আবিদ শাহরিয়ার ছিলেন ক্লোজ আপ ওয়ানের প্রথম আয়োজনের অন্যতম সেরা তারকা। তিনি সুপরিচিতি পেয়েছিলেন রবীন্দ্রসঙ্গীতের জন্য । গানের পাশাপাশি ২০০৯ সালের ক্লোজ আপ ওয়ান ইভেন্ট উপস্থাপনা করেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবিদ বাংলাগানকে তরুন প্রজন্মের কাছে আরো জনপ্রিয় করতে চেয়েছিলেন।

শুদ্ধ উচ্চারণ, মার্জিত আচরণ, প্রবল দেশপ্রেম ও বাংলাগানের প্রতি অপরিসীম শ্রদ্ধা দেখিয়েছিলেন আবিদ। তার প্রকাশিত অ্যালবাম গুলো হলো—‘এত ভালোবাসি, (রবীন্দ্রসংগীত), ‘ভালোবাসার প্রহর, (আধুনিক) ও ‘নব আনন্দে জাগো’ (রবীন্দ্রসংগীত)...বিভিন্ন মঞ্চে আবিদের গাওয়া গান নিয়ে ‘হে বন্ধু হে প্রিয়’ নামে একটি এলব্যামও বাজারে পাওয়া যাচ্ছে । সবার প্রিয় এ গুনি মানুষটিকে কক্সবাজার সমূদ্র সৈকতের উত্তাল স্রোতে ভাসিয়ে নিতে চেয়েছিল। শরীরটি না নিতে পারলেও প্রান নিয়ে গিয়েছে। আজ ২৯ জুলাই আমার অন্যতম প্রিয় শিল্পী ও বন্ধুবৎসল আবিদের মৃত্যুবার্ষীকি।

খুব মনে পড়ছে সেই দিনটির কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্ধুরা মিলে ঘুরতে গিয়েছিলাম। টিএসসির বারান্দায় আবিদ লাল পাঞ্জাবী পড়ে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। আমরা দুর থেকেই চিনতে পেরেছিলাম। তখনতো সে সুপারস্টার।

সুপারস্টারদের ভাবসাব একটু বেশী থাকে। তবে আভিদ ছিল ব্যাতিক্রম। কাছে গিয়ে কথা বলতে চাইলে-খুব আন্তরিক ভাবেই আমাদের গ্রহন করেছিল। উচ্চতায় আমার সমান বা একটু বড় হবে। আমি বলেছিলাম আপনার গান ভাল লাগে।

ও বলেছিল- "এ জন্যইতো গাই। " ও আরো বলেছিল- "সিলেট গেলে আপনি আমাকে নিয়ে চা বাগান ঘুরাবেন। আমরা সবাই মিলে চা বাগানে পিকনিক করবো। " আমার বাড়ি হবিগঞ্জ থেকে সিলেট অনেক দূর । জেলাও ভিন্ন তবু হবিগঞ্জকে সবাই সিলেটের সাথে মিলিয়ে ফেলে।

আবিদও মিলিয়ে ফেলেছিল। পরে আমি ও কে বুঝিয়ে বলি। আবিদের কাছে রবীন্দ্রসংগীত শোনার আবদার করেছিলাম। টিএসসির বারান্দায় কোন প্রকার সংকোচ ছাড়াই ও গেয়েছিল- "আমি চিনিগো চিনি তোমারে ওগো বিদেশীনি। " এই ছিল আবিদ।

মৃত্যুদিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি তোমায়-হে বন্ধু হে প্রিয়।
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।