আমাদের কথা খুঁজে নিন

   

বোলিং না ব্যাটিং?



বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট সিরিজটা প্রায় শেষ। ৩ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে আছে ২-০ তে। অর্থাৎ সিরিজটা এখন অজিদের হাতে(!) বাংলাদেশ সিরিজ হেরে গেছে এ নিয়ে আমার দু্ঃখ নেই। দুঃখটা অন্যখানে। প্রথম ম্যাচে হেরে যাওয়ার আগেই হার স্বীকার করে ফেলে আমাদের তথাকথিত টাইগার(!) বাহিনী।

বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী হল। অথচ বোলাররা দারুন বোলিং করেছিল। অসি রা বাংলাদেশের বোলিংকে খুব পাত্তা না দিলেও তারা বেশ চাপেই ছিল। কিন্তু তাদের সেই চাপটা কাজে লাগাতে পারেনি বাংলাদেশি ব্যাট্সম্যানরা। সবচেয়ে খারাপ অবস্থা হল ২য় ম্যাচে।

এবার ব্যাটসম্যানরাই হলেন ত্রাতা। কিন্তু বাঙালীরা কখনই ভারসাম্যপূর্ণ জাতি নয়। তাই ২২৯ রানের ভাল একটা স্কোর করেও জয়টা সোনার হরিণ হয়েই থাকে। বাংলাদেশের ইনিংসটা শেষ হবার পরও কি কেউ ম্যাচটার করুণ পরিণতির কথা ভেবেছিল? না...। তাই ১৬ কোটি মানুষ দেখল বাংলার বোলারদের অসহায়ত্ব।

পুরো জাতি যেন হেরে গেল একটিই মানুষের কাছে। নাম তার...শেন ওয়াটসন। তার ৯৬ বলে ১৫ বাউন্ডারি আর ১৫ ওভার-বাউন্ডারি দিয়ে সাজান ১৮৫ রানের কাছে আবার অবনত হল বাংলাদেশি ক্রিকেটের দর্প! এই ম্যাচে কিন্তু টাইগারদের হারের নায়ক আমাদের বোলার রা....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.