আমাদের কথা খুঁজে নিন

   

জুনের মধ্যে ১৫ হাজার টাকায় ল্যাপটপ : ২০১৩ সালের মধ্যে উপগ্রহ উেক্ষপণ হবে : রাজু



ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, আগামী জুন থেকে সরকারিভাবে প্রস্তুত ল্যাপটপ ১৫ হাজার টাকায় পাওয়া যাবে। আর ২০১৩ সালের মধ্যে দেশ প্রথমবারের মতো নিজস্ব কৃত্রিম উপগ্রহ উেক্ষপণ করবে। এজন্য জুন নাগাদ টেন্ডার আহ্বান করা হবে এবং ২০১৩ সালের মধ্যে ৩০ লাখ ডলার ব্যয়ে দেশ প্রথমবারের মতো কৃত্রিম উপগ্রহের মালিক হবে। তিনি গতকাল মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (এমআইএসটি) ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য ও প্রযুক্তিগত শিক্ষার ভূমিকা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। এমআইএসটির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় সরকারি উদ্যোগের অংশ হিসেবে শিগগিরই আরও দুটি সাবমেরিন কেবল স্থাপন ও দেশের সব ডাকঘরকে ইন্টারনেট সংযোগের আওতায় আনা হবে। তিনি বলেন, তথ্য ও প্রযুক্তিগত সুবিধা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার সব রকম প্রয়াস সরকার চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন সেমিনারে বিশেষ অতিথি ছিলেন। সভায় সভাপতিত্ব করেন এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মুহম্মদ হাবিবুর রহমান খান। প্রধানমন্ত্রীর একান্ত সচিব ও এক্সসেস টু ইনফরমেশন প্রজেক্টের (এ২আই) জাতীয় প্রজেক্ট ডিরেক্টর মো. নজরুল ইসলাম খান সেমিনারে ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : বর্তমান অবস্থা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের ডিন প্রফেসর ড. মো. লূত্ফর রহমান যথাক্রমে ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য প্রযুক্তি শিক্ষা’ ও ‘ডিজিটাল বাংলাদেশের রোডম্যাপ : তথ্য নিরাপত্তা’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন। জেনারেল মুবীন বলেন, সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ডে এরই মধ্যে তথ্যপ্রযুক্তির অধিকতর ব্যবহারের উদ্যোগ নেয়া হয়েছে। নজরুল ইসলাম খান বলেন, এরই মধ্যে সব ইউনিয়নে তথ্যকেন্দ্র স্থাপন, আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল ডিভাইস অন্তর্ভুক্তির মাধ্যমে এম-ব্যাংকিংসহ ওয়ান স্টপ সার্ভিস, বিভিন্ন ধরনের অন-লাইন সুবিধা, ৫০ হাজার পৃষ্ঠার ই-তথ্যকোষ, জাতীয় ও জেলা পোর্টাল চালু করা হয়েছে। অধ্যাপক কায়কোবাদ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্যপ্রযুক্তিগত শিক্ষার ওপর অত্যধিক গুরুত্ব দিতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.