আমাদের কথা খুঁজে নিন

   

কনকাকাফ গোল্ড কাপ শিরোপা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয়ার্ধে ব্রেক শিয়ার গোলে ২০০৭ সালের পর প্রথম উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো নিয়ে আয়োজিত এ টুর্নামেন্টের শিরোপা জিতলো মার্কিনিরা। কনকাকাফ গোল্ড কাপে এটি তাদের পঞ্চম সাফল্য।
আগের দুটো ফাইনালে মেক্সিকোর কাছে হেরেছিল যুক্তরাষ্ট্র। এবার মেক্সিকোকে হারিয়ে ফাইনালে উঠা পানামার সঙ্গে যুক্তরাষ্ট্র খেলেছে কোচ ক্লিন্সম্যানকে ছাড়াই। সেমি-ফাইনাল মাঠ থেকে বহিষ্কৃত হওয়ার পর পর এক ম্যাচের জন্য মাঠে নিষিদ্ধ করা হয়েছিল সাবেক এই জার্মান তারকাকে।


রোববার রাতে শিকাগোর সোলজারফিল্ড স্টেডিয়ামে স্বাগতিকদের সঙ্গে তাল মিলিয়েই খেলেছে পানামা। যুক্তরাষ্ট্র বেশিরভাগ সময় বলের দখল রাখলেও গোলের দেখা পাচ্ছিল না। দ্বিতীয়ার্দের ৬৯ মিনিটে শিয়াকে গোলটি বানিয়ে দেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ল্যান্ডন ডোনোভান।
টুর্নামেন্টে বেশ কয়েকটি গোলে সহায়তা করার পাশাপাশি তিনি নিজে করেছেন সর্বোচ্চ ৫টি গোল। ৫টি করে গোল করেছেন তার সতীর্থ ক্রিস ওন্ডোলস্কি ও পানামার ফরোয়ার্ড গ্যাবিয়েল তোরেসও।


দ্বিতীয়বারের মতো টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন পাঁচ ম্যাচে মাত্র চার গোল খাওয়া পানামার জেইম পেনেদো।
কনকাকাফ গোল্ড কাপের শিরোপা জিতে এখন মার্কিনিদের লক্ষ্য আগামী বছরে ব্রাজিল বিশ্বকাপে ভালো করা। ডোনোভান সাংবাদিকদের বলেন, "আশা করছি এটা কেবল আমাদের শুরু। আমরা বড় পর্যায়ে সাফল্য পেতে চাই। "


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.