আমাদের কথা খুঁজে নিন

   

‘আইনমন্ত্রী লাইনে আছেন’

বরিশাল-২ আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য মনিরুল ইসলাম মনি রোববার বরিশালের বিচার বিভাগীয় অতিরিক্ত মুখ্য হাকিম আদালতে এই পরিস্থিতির শিকার হন।
ওই আদালতে তখন বিচারক ছিলেন জাহিদুল কবির। তিনি সংসদ সদস্যকে সরিয়ে দিতে পুলিশকে নির্দেশ দেন বলে জানিয়েছেন আইনজীবী এম এইচ সালেক।
ঘটনার সময় আদালতে উপস্থিত এই আইনজীবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৯ মে’র একটি মারামারির ঘটনাকে কেন্দ্র করে একটি মামলার শুনানি চলাকালে সংসদ সদস্য মনি এজলাসে ঢোকেন।
“সাংসদ মনি মোবাইল ফোন হাতে নিয়ে বিচারক জাহিদুল কবিরকে বলেন, ‘আইনমন্ত্রী লাইনে আছেন, আপনার সাথে কথা বলবেন’।”
এতে বিব্রত বিচারক তৎক্ষণাৎ সংসদ সদস্যকে বের করে দিতে পুলিশকে নির্দেশ দেন বলে জানান সালেক।
 
এ বিষয়ে কথা বলতে মনিরুলের মোবাইল ফোনে কল করা হলেও তিনি তা ধরেননি।
এই বিষয়ে বরিশাল-১ আসনে আওয়ামী লীগ সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস বলেন, আদালতের কার্যক্রম যে শুরু হয়ে গিয়েছিল তা মনিরুল ইসলাম বুঝতে পারেননি।
“আদালতের কার্যক্রম শুরু হওয়ার কারণে তাকে সেখানে না যাওয়ার পরামর্শ দিলে তিনি আমার সঙ্গে আদালত থেকে বেরিয়ে আসেন।”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.