আমাদের কথা খুঁজে নিন

   

স্মিথভিল মেথডিস্ট চার্চে-স্টিফেন ডান

ব্লগ পড়তে দারুন ভালো লাগে..কিন্তু লিখতে পারিনা

স্মিথভিল মেথডিস্ট চার্চে-স্টিফেন ডান পুরা সপ্তাহ আর্টস এ্যান্ড ক্রাফটস হওয়ার কথা, কিন্তু “জিসাস সেভস” বোতাম নিয়ে মেয়েটি যখন ঘরে ফিরে, বুঝলাম কী চাল চলছে, সেই পুরানা কৌশল। ছোট্ট বন্ধুদের ভালই লেগেছে তার। কাগজ ভাঁজ করে কিম্বা মুচড়ে মুচড়ে পুতুল বানানো বন্ধ করে যখন ওরা গান গাইছিলো, সেও বেশ আমোদে ছিল। কী এমন খারাপ হতো। জিসাস ভালো মানুষ, ভালো মানুষকে ভক্তি আর অপকর্মে তাল মিলিয়ে চলা এও করতে হয়, ওটাও আবার দুঃখজনক।

আমরা বলি, ঠিক আছে। শুধু এক সপ্তাহ। কিন্তু যখন সে “জিসাস আমায় ভালোবাসে, বাইবেল বলে তাই,” গাইতে গাইতে বাড়ি ফেরে, ভাবলাম ব্যাপারটা নিয়ে কথা বলা দরকার। আমরা কি বলতে পারি জিসাস তোমাকে ভালোবাসে না? তোমাকে কষ্ট দিতে বাইবেলের মতো পূন্য-গ্রন্থের কথা কেউ কেউ বলে, এ কথা কি তাকে বলা যায়? কিছু না বলেই আমাদের কথা শেষ হয়। সেও তো বহুদিন আগে যখন জিসাসকে আমরা নিয়তি অথবা বন্ধুর মতো করে চেয়েছিলাম, ভক্তিও করেছিলাম আর ভাবতাম তিনি যথার্থই মৃত:, আমাদের ছেলেমেয়েরা তাঁকে লিংকন অথবা থমাস জেফারসনের মতই একজন ভাবতো।

অল্পদিনেই আমরা বুঝে ফেলি: কোনো শিশুকেই তার মনের বিরুদ্ধে বোঝানো কঠিন। শুধু মন ভোলানো গল্পই তা পারে, কিন্তু এর চেয়ে ভালো গল্পও আমাদের জানা নেই। প্যারেন্টস নাইটে আর্টস এ্যান্ড ক্রাফটস অ্যাপেটাইজারের মতই ছড়ানো ছিটানো ছিল। আমরা চার্চের ভেতরে গিয়ে বসি ছেলেমেয়েরা পবিত্র নৌকা আর ঈশ্বরের জ্বয়ধ্বনি করে গান গায় এবং জিসাসের জন্য লম্প-ঝম্পও করে। কোনটা তামাসা আর কোনটা প্রার্থনা এই জীবনে প্রথম বুঝে উঠতে পারিনি।

ইভ্যলুশন ঐন্দ্রজালিক কিন্তু এতে বীরদের কপাল পোড়ে। “ইভ্যলুশন লাভস ইউ’” সন্তানকে এ কথা বলা যায়! ধ্বংস নিয়ে যত্তোসব ফালতু গল্প এবং কয়েক শতাব্দী চমকে দেওয়ার মতো কিছুই ঘটেনি। আমার মেয়ের জন্য একটা ভালো গল্পও আমার জানা ছিল না অথচ সে আজ উদ্ভাসিত। গাড়ি করে বাড়ি যেতে যেতে সেই গানগুলো সে গাইছিলো মাঝে মাঝে জিসুর জন্য উঠেও দাঁড়ায়। গাড়ি চালানো, দোল খাওয়া কিম্বা মনে মনে সুর মেলানো ছাড়া আমাদের কিছুই করার ছিল না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.