আমাদের কথা খুঁজে নিন

   

Pass it on if U are finished with it and others, those who needs it are eagerly waiting !!!

বাস্তবতা আর কল্পনা সম্পুর্ন ভিন্ন হলেও, কল্পনা বাস্তবে রূপ নিলে তা কিন্তু অসাধারণ একটা ব্যাপার। ।

মহান সৃষ্টিকর্তা প্রত্যেক মানুষ কে ২টি করে চোখ দিয়েছেন ! চোখ মানুষের সব চেয়ে সুন্দর অঙ্গ ! চোখ দিয়ে আমরা শুধু দেখি না, কেউ কেউ অন্যের চোখ দেখে চোখ এর প্রেমেই পড়ে যান !! চোখের সৌন্দর্য্য নিয়ে কবি গণ তাদের সেরা কবিতা গুলোও লিখে ফেলেন !! আমাদের যাদের দৃষ্টি শক্তি ভাল তাদের জন্যে এই দুনিয়াতে entertainment এর কোনো অভাব নাই!! কিন্তু যাদের দৃষ্টি শক্তি নেই তাদের? কেমন তাদের জগত টা?? অন্ধকার সেই দুনিয়া টা কেমন? কেমন লাগে তাদের যখন তারা বুঝতে পারে যে তাদের পাশে দাঁড়ানো লোকটি একটা সুন্দর ফুল এর প্রশংসা করছে কিন্তু সে ফুলটাই দেখতে পারছে না?? অন্ধত্ব কেউ স্বেচ্ছায় গ্রহণ করে না । অনেকে জন্মান্ধ, কেউ গ্লুকোমা বা কোনো জটিল রোগে আক্রান্ত হয়ে, কেউ দুর্ঘটনায় চোখ হারান , ঔষুধের পার্শ্বপ্রতিক্রিয়া তে এবং ভুল চিকিৎসা তেও অনেক সময় চোখের ক্ষতি হয়। আবার অনেকে বর্ণান্ধ ।

অন্ধত্ব যেভাবেই আসুক না কেন তা দুঃখজনক । একজন অন্ধ ব্যক্তির জীবন কন অভিশাপের চেয়ে কম কিছু না ! বাংলাদেশ এর মতন দেশ এ এই অভিশাপ মনে হয় নরকের আগুন এর থেকেও ভয়ঙ্কর !! অন্ধ ব্যক্তিদের পরাশুনা তা এক্তু ভিন্ন পদ্ধতিতে হয় । একে বলে ব্রেইল সিস্টেম । একটু ব্যায়বহুল । ঢাকা তে তাও হয়ত কষ্ট করে পরাশুনা চালায় নেওয়া যায় , কিন্তু ঢাকার বাইরে এইটা অন্নেক কষ্টসাধ্য ! সরকার যে কোন সাহায্য করে না তা না... কিন্তু সেই সাহায্য কয় জন পায় , আদৌ কেউ পায় কিনা এই নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে ।

। দৃষ্টিহীন ব্যক্তিদের কশ্ত অনুধাবন করতে যদি চান তাইলে এক টা মোটা কালো কাপড় দিয়ে চোখ বেধে নিজেকে blindfold করে নিতে পারেন । আপনি যেই ঘরটি তে নিজের শৈশব , কৈশর বা যৌবন কাটাচ্ছেন শেই অতি চেনা ঘরটাই আপনার কাছে অতি অপরিচিত মনে হবে ! অন্তত আমার কাছে তাই মনে হয়ছে ! একজন দৃষ্টিহীন ব্যক্তির কিছু চাওয়া আছে... আসলে কিছু নয়, একটাই চাওয়া , এই পৃথিবীর সৌন্দর্য্য কে একটু দেখা ! না দেখা রঙ গুলো কে একটু অনুভব করা । অন্ধকার ও আলোর মাঝে পার্থক্য কে বুঝতে পারা, চেনা মানুষ গুলো কে নতুন করে পাওয়া, কল্পনা আর বাস্তবতা কে ফিরে দেখা । কল্পনার মানুষ গুলো বাস্তবে কেমন তা দেখাটাই আসলে অনেক বড় চাওয়া।

এখন প্রশ্ন হল তাদের এই ইচ্ছা কিভাবে পুরন করব??? আসলেই এইটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন !! আমাদের ১৬ কোটি জনসংখ্যার দেশে যদি প্রতি শতকে ৫ জন ব্যক্তি (ধরে নিই) দৃষ্টিহীন বা দৃষ্টি প্রতিবন্ধী হন তাইলে ১৬ কোটি মানুষের মধ্যে ৮০ লক্ষ মানুষ দৃষ্টি প্রতিবন্ধী ! ধরা যাক সংখ্যা টা প্রায় ১ কোটি । অন্নেক মানুষ । যেই সব ক্ষেত্রে চিকিৎসা দ্বারা দৃষ্টি শক্তি ফেরানো যাচ্ছে না সেই ক্ষেত্রে চক্ষু দান করা ছারা উপায় নাই । কিন্তু জ়ীবিত অবস্থায় চক্ষু দান করতে কেউ রাজী হবেন না। স্পেশাল কেস্‌ ব্যতিত ।

কিন্তু মরোণোত্তর চক্ষু দান করা তো সম্ভব !! মানুষের মৃত্যুর পরেও তার চোখ অন্যের কাজে লাগে ! Eye transplant এখন আমাদের দেশেও আছে । আর এর মাধ্যমে আমরা খুব সহজেই একজন দৃষ্টিহীন মানুষ কে দৃষ্টি শক্তি দিতে পারব !! আমরা যদি মৃত্যুর আগেই ( অনেক আগেই বা যারা বার্ধক্যে আছেন কিংবা এখনই ) আমাদের চোখ দান করে ফেলি , তাইলে আমাদের মৃত্যুর পর আমাদের এই চোখ দিয়ে হয়ত কোন একজন দৃষ্টিহীন মানুষ তার দৃষ্টি শক্তি পেতে, ফিরে যেতে বা শুরু করতে পারে স্বাভাবিক জীবন । আসুন আমরা একটা ভিডিও দেখি , বেশি না মাত্র ২ মিনিটের ভিডিও । View this link এবার বলুনতো, আপনার দান করা চোখ এই রকম কত গুলো মানুষের চোখের দৃষ্টি দান করতে পারে ?? ফিরিয়ে দিতে পারে মুখের অমলিন হাসি?? একবার ভেবে দেখুন তো ! শুধু ভাবুন ত যে ওই বাচ্চা ছেলেটার জায়গায় ত আপনি থাকতে পারতেন!! বা আপনার খুব আপনজ়ন কেউ হতে পারত ! আমি ভেবছি , এবং সিদ্ধান্ত নিয়েছি আমি মরোণোত্তর আমার চোখ দান করে যাব ! আমি এখনও সঠিক ভাবে জানিনা যে চোখ দান বা যে কোন ধরনের organ donate করার exact procedure গুলা কি কি ! আমি যেনে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।