আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল যুগে খবরের বিবর্তনঃ ফেসবুকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার অশ্লীলতা!! জনজীবন বিপন্ন!(ফান পোস্ট)

যে মুখ নিয়ত পালায়......। ।

বর্তমান ডিজিটাল দেশ যে হারে এগুচ্ছে তাতে আগামীতে অনেক ঘটনা ঘটতে পারে,যেগুলো পত্রিকায় আসতে পারে এভাবে, (সরকার দলের পত্রিকায়)খবরের হেডলাইনঃ প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে অশ্লীল কমেন্ট করে ফেসেঁ গেলেন বিরোধী দলীয় নেতা! গতকাল রাত তিনটা বার মিনিটে প্রধানমন্ত্রী ঘষেটি বেগম ফেসবুকে স্ট্যাটাস দেন তার ভীষন পেট ব্যথা করছে। নিতান্ত সাদামাটা এই স্ট্যাটাসে বিরোধী দলীয় নেতা জনাব কুদ্দুস মিয়া, ছাপার অযোগ্য অশ্লীল মন্তব্য করে তোলপাড় সৃষ্টি করেছেন সারা বিশ্বে। প্রধানমন্ত্রী পাল্টা মন্তব্যে বিরোধী দলীয় নেতাকে মন্তব্য এক্সপাঞ্জ করার জন্য তিনি তা না করে তার দলের এমপিদের নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে মন্তব্যের পর মন্তব্য চালিয়ে যান।

তাদের সবার মন্তব্যই ছিল কুরুচিপূর্ন। প্রধানমন্ত্রী আমাদের জানান, তিনি এই শ্রেনীর নরপশুদের সাথে এতদিন রাজনীতি করেছেন এজন্য তার কান্না পাচ্ছে। (বিরোধী দলের পত্রিকায়) খবরের হেডলাইনঃ ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী কতৃক ফেসবুকে নাজেহাল হলেন বিরোধী দলীয় নেতা কুদ্দুস মিয়া! গতকাল রাতে প্রধানমন্ত্রী ঘষেটি বেগমের একটি দ্বি অর্থবোধক স্ট্যাটাসে সাদামনে মন্তব্য করে অপমানের শিকার হলেন বিরোধী দলীয় চেয়ারপারসন জনাব কুদ্দুস মিয়া। ঘটনার বিবরনে জানা যায়, কাল রাত তিনটার দিকে প্রধানমন্ত্রী ঘষেটি বেগম ফেসবুকে স্ট্যাটাস দেন, আমার পেট ব্যথা করছে। কিন্তু অনেক আনন্দ লাগছে।

এই স্ট্যাটাস দেখে সাদামনের মানুষ কুদ্দুস মিয়া ভাবেন মনে হয় প্রধানমন্ত্রী সন্তানসম্ভবা। তিনি সাদামনে মন্তব্য করেন, আপনি কি মা হতে চলেছেন?আমি আগেই বুঝতে পেরেছিলাম। কংগ্রাটস। এই মন্তব্যের পরপরই প্রধানমন্ত্রী তার দল বুল নিয়ে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কুদ্দুস মিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। এই ঘটনায় কুদ্দুস মিয়া আমাদের জানান, তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন।

তার আর বেচেঁ থাকার ইচ্ছা নাই। (আজাইরা টাইপের পত্রিকায়) খবরের হেডলাইনঃ ফেসবুকে প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার অশ্লীলতা!! জনজীবন বিপন্ন! কাল রাতে এক অত্যাশ্বর্য ঘটনায় জেগে উঠে পুরো ফেসবুক পাড়া। প্রধানমন্ত্রীর যৌন আবেদনময় স্ট্যাটাসে বিরোধী দলীয় নেতার অশ্লীল মন্তব্যের ফলে সৃষ্টি হয় অরাজকতা। ঘটনার বিবরনে জানা যায়, প্রধানমন্ত্রী ঘষেটি বেগম কাল গভীর রাতে ঘুম আসে না, মনে বড় জ্বালা এরকমের কিছু স্ট্যাটাস দেন। তারপর তিনটার দিকে স্ট্যাটাসে বলেন, তার নাকী বাচ্চা হবে!এই স্ট্যাটাসে বিস্মিত হয় জনতা।

তারপর বিরোধী দলীয় নেতা কুদ্দুস মিয়া মন্তব্য করেন, কংগ্রাটস! কিন্তু বাবা কে? আমি নাকী! এই মন্তব্যের পর মন্তব্যের পর মন্তব্য আসতে থাকে দুইদলের নেতাকর্মীদের কাছ থেকে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন,কেউ কেউ অশ্লীল গালিগালাজ করেছেন কুদ্দুস মিয়া কে,আবার কেউ কেউ আক্ষেপ করে বলেছেন, আপনারা তলে তলে এতদূর! তবে গবেষনার বিষয় হল আরো জনা ছয়েক ব্যক্তি পিতৃত্ব দাবী করে মন্তব্য করেছেন। উল্লেখ্য প্রধানমন্ত্রী কুদ্দুস মিয়াকে ব্লক করেছেন বলে শোনা যাচ্ছে। ২। খবরের হেডলাইনঃ শিল্পপতি মহব্বত আলীর ফেসবুক পাসওয়ার্ড কিডন্যাপ! সন্ত্রাসী কানকাটা জগলু বিশিষ্ট শিল্পপতি মহব্বত আলীর ফেসবুক একাউন্ট কিডন্যাপ করেছে।

মহব্বত আলী সেদিন অফিস থেকে ফিরছিলেন। মাঝপথে গাড়ি আটকে সন্ত্রাসী কানকাটা জগলু ও তার দলবল মহব্বত আলীকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তার ফেসবুকের পাসওয়ার্ড নিয়ে চলে যায়। তারপর পাসওয়ার্ড বদল করে এখন পচিশ লাখ টাকা দাবী করছে। কোন প্রকার চালাকি করে পাসওয়ার্ড বদলানোর চেষ্টা করলে একাউন্ট খুন করে গুম করে দিবে বলে হুমকি দেয়া হচ্ছে। মহব্বত আলী ফেসবুক পাসওয়ার্ডের শোকে দিনে চার পাচবার করে মূর্ছা যাচ্ছেন বলা জানা যায়।

৩। খবরের হেডলাইনঃ অনলাইনে বিশাল গরু ছাগলের হাট! শুরু হয়েছে অনলাইন গরু ছাগলের হাট। ডব্লিউ ডব্লিউ ডট গরুছাগল ডট( ww.goruchagol.com)কমে ভিজিট করলেই আপনি যে কোন প্রকারের গরু সম্পর্কে জানতে পারবেন। আলাদা গরু এবং ছাগলের জন্য রয়েছে আলাদা প্রোফাইল। এতে উক্ত গরুর খাদ্যাভাস থেকে পছন্দের মিউজিক, পলিটিকাল চিন্তাধারা সব কিছু রাখা আছে।

প্রশ্ন হতে পারে গরু/ছাগলের রাজনৈতিক চিন্তাধারা কীভাবে বোঝা যাবে? এজন্য গরু ছাগল ডট কমের এডমিন আমাদের জানান, আমরা গরু/ছাগলদের নিয়ে বিভিন্ন দলের রাজনৈতিক সমাবেশে যাই। যে গরু চুপচাপ নেতাদের বক্তৃতা শোনে ওটা ওইদলের সাপোর্টার। তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে গরুরা রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা পালন করে। (কাল্পনিক। বাস্তবতার সাথে কুনু মিল নাই।

)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.