আমাদের কথা খুঁজে নিন

   

লেখাটা শুধু মাত্র বি এন পি সমর্থকদের জন্য।

এখনো গেলনা আঁধার............... ওকে, যদি বলেন, বিশ্বজিত, পদ্মা সেতু, দ্রব্য মূল্য বৃদ্ধি। আমি বলব, জগতজ্যোতি তালুকদার, রাসেল মাহমুদ, জাফর মুন্সী, হাওয়া ভবন, ডান্ডি ডায়িং। যদি বলেন, সাগর-রুনি, খালাফ আল আলি, শেয়ার বাজার, আমার উত্তর হবে, সাবেকুন নাহার সনি, শিশু নওশিন, শিশু শিহাব, অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরি, রেভারেন্ড জ্ঞান জ্যোতি, ১০ ট্রাক অস্ত্র, ২১ আগস্টের গ্রেনেড হামলা, শাহ এসএম কিবরিয়ার উপরে গ্রেনেড হামলা, সাংসদ আহসানউল্লাহ মাস্টার। একটা, জামায়াত বা বি এন পির শুধু একটা নেতা দেখান, যে গুলি বা গ্রেনেডে মরেছে। পুলিশের গুলিতে মরার কথা বলছেন? কই ছিলেন যখন বাংলা ভাই প্রকাশ্যে ক্যাম্প করে দিনে দুপুরে গাছের ডালে লাশ ঝুলিয়ে রেখেছিল? হোয়ার দা ফাক অয়ার ইউর হিউম্যানিজম দেন? আজকে জামায়াতের ধ্বংস তাণ্ডবে আপনি সরকারের ব্যর্থতায় বিরক্ত? ওকে, ৬৪ জেলার একই সাথে একই সময়ে বোমা হামলার কথা মনে আছে? মনে আছে, উদীচীর গানের অনুষ্ঠানে বোমা হামলা? ছায়ানটের বর্ষ বরনে, পহেলা বৈশাখের দিনে পান্তা ইলিশের বদলে বোমা হামলার কথা স্মরণে আছে? যদি আসলেই আওয়ামীলীগের আমলে করা ভুরি ভুরি দুর্নীতির বিচার চান, প্লিজ, অন্তত মুখে হইলেও দাবি করেন, বি এন পির আমলে বি এন পি এবং জামায়াতের করা অজস্ত্র দুর্নীতির বিচারের কথা। চলেন, যদি চলতি ইস্যুতেই আন্দোলন খেলতে হয়, তাইলে নিরপেক্ষ থাকি, এক্কেরে সব কিছুর বিচার চাই। আর নাইলে যে ইস্যুতে আন্দোলন চলতেছে, সেই ইস্যুতে চুপ মেরে ঘরে বসে থাকি। বিকাল ৪ টায় সমাবেশ আজকে, প্রেস ক্লাব স্বাধীনতা চত্বরে। জয় বাংলা। Nirjhar Mazumder

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।