আমাদের কথা খুঁজে নিন

   

প্রেস বিজ্ঞপ্তি



প্রেস বিজ্ঞপ্তি র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন নিঝুম দ্বীপের চরকালাম এলাকার গভীর অরণ্যে জলদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরীর বিভিন্ন সরঞ্জমাদি উদ্ধার । ১। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা সূত্রে জানতে পারে যে, নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন নিঝুম দ্বীপে অস্ত্রধারী ডাকাত ও জলদস্যুদের একটি আস্তানা রয়েছে। তারা নদীপথে চলাচলকারী বিভিন্ন পর্যটক/যাত্রীবাহী ও মাছ ধরার ট্রলারে দীর্ঘদিন যাবত ডাকাতী ও দস্যুতা করে আসছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ এর অধিনায়ক লেঃ কর্ণেল আবু হেনা মোঃ মোস্তফা, পিএসসি বিশদ তথ্য সংগ্রহ এবং অভিযান পরিকল্পনা গ্রহণ করেন।

এতদপ্রেক্ষিতে র‌্যাব-৭ এর অধিনায়কের নেতৃত্বে ৩৩ জন র‌্যাব সদস্যের একটি দল অভিযানে গমন করে । অভিযান দল গত ০৬ এপ্রিল ২০১১ তারিখ ২৩২৫ ঘটিকার সময় বর্ণিত স্থানের উদ্দেশ্যে যাত্রা করে গত ০৭ এপ্রিল ০৮০০ ঘটিকার সময় নোয়াখালী জেলার হাতিয়া থানার ষ্টীমার ঘাটে (চৌধুরী ঘাট) পৌছে ২টি ট্রলার যোগে রওয়ানা দেয় এবং একই তারিখ ১৪০০ ঘটিকার সময় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন নিঝুম দ্বীপের চরকালাম এলাকার সন্নিকটে পৌছায়। চরকালামে অবস্থানরত ডাকাতদের একটি দল র‌্যাবের ট্রলার ২টিকে চ্যালেঞ্জ করে এবং অব্যাবহিত পরেই ট্রলারে অবস্থানরত র‌্যাব দলের উপর এলোপাথারি গুলি বর্ষন শুরু করে । এ সময় র‌্যাব সদস্যরাও নিজ জান মাল ও সরকারী সম্পদ রক্ষার্থে পাল্টা গুলি চালায়। র‌্যাব সদস্যরা ডাকাত/জলদস্যুদের ধরার জন্য অসীম সাহসিকতার সাথে ট্রলার হতে পানিতে ঝাপিয়ে পড়ে ডাকাত দলকে ধাওয়া করে।

উভয় পক্ষের মধ্যে প্রায় শতাধিক রাউন্ড গুলি বিনিময় হয়। গুলি বিনিময়ের এক পর্যায়ে র‌্যাবের সাথে ফায়ারে টিকতে না পেরে জলদস্যুরা ফায়ার করতে করতে কৌশলে গভীর অরণ্যে পালিয়ে যায়। পরবর্তীতে র‌্যাবের অভিযান দলটি নিঝুম দ্বীপে জলদস্যুদের আস্তানায় ব্যাপক তল¬াশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামদি উদ্ধার করে (ছবি ই-মেলে সংযুক্ত)। পরবর্তীতে স্থানীয় জেলেদের নিকট হতে জানা যায়, ডাকাত/জলদস্যুদের এই আস্তানাটি ডাকাত সর্দার মুন্সি মাঝি ও তার দল কর্তৃক পরিচালিত । এ সংক্রান্তে কাউকে গ্রেফতার করা যায়নি।

তবে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত আছে। ক। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদির বিবরণ ঃ ১) দেশীয় তৈরী এসএমজি - ০১ (এক) টি । ২) দেশীয় তৈরী পিস্তল - ০১ (এক) টি । ৩) দেশীয় তৈরী পাইপগান - ০৩ (তিন) টি ।

৪) দেশীয় তৈরী এলজি বন্দুক - ০৪ (চার) টি । ৫) দেশীয় তৈরী হ্যান্ডগান - ০৪ (চার) টি । ৬) .২২ রাইফেল - ০১ (এক) টি । ৭) খালী কার্তুজ - ৪৮ (আট চলি¬শ) রাউন্ড । ৮) .৩০৩ রাইফেলের খালি খোসা - ০৫ (পাঁচ) রাউন্ড ।

৯) গ্রীল কার্টার - ০২ (দুই) টি । ১০) রাম দা - ৬৫ (পঁয়ষট্টি) টি । ১১) টর্চ লাইট - ০৪ (চার) টি । ১২) অস্ত্র তৈরীর সরঞ্জামাদি - ৯০ (নব্বই) টি । (বিভিন্ন ধরণের) ১৩) বল¬ম (বাঁশের তৈরী) - ০৯ (নয়) টি ।

১৪) করাত - ০৩ (তিন) টি । ১৫) দূরবীন - ০১ (এক) টি । ১৬) ছোট মাইক - ০১ (এক) টি । ১৭) এপি¬ফায়ার - ০১ (এক) টি । ১৮) ইলেকট্রিক মটর - ০২ (দুই) টি ।

১৯) লঞ্চের টার্মিনাল লাইট - ০২ (দুই) টি । ২০) তামাক দ্রব্য - ১৪৩ (একশত তেতালি¬শ) প্যাকেট । ২১) চাঁদা আদায়ের নোট বুক - ১৭ (সতের) টি । ২। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

৩। ইহা আপনাদের অবগতির জন্য প্রেরণ করা হলো । স্বাক্ষরিত (এস এম নুরুল হুদা) এএসপি(স্টাফ অফিসার) সহকারী পরিচালক পক্ষে অধিনায়ক ফোন -০৩১-২৫০০৪১৭ নোট ঃ ই-মেইলে প্রেরণ করা হলো । মোবা ঃ ০১৭৩০-৩৩৫৫০৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.