আমাদের কথা খুঁজে নিন

   

লোকপাল বিল ভারতজুড়ে স্বেচ্ছায় কারাবরণের ডাক দিলেন আনা হাজারে

নআুবডমভ রযৃফন

ভারতে সরকার দুর্নীতি রোধে অনশনরত সমাজকর্মী আনা হাজারের দাবি প্রত্যাখ্যান করেছে। এর পরিপ্রেক্ষিতে তিনি ১২ এপ্রিল ভারতজুড়ে স্বেচ্ছায় কারাবরণের ডাক দিয়েছেন। আজ শুক্রবার দ্য টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা জানানো হয়েছে। আনা হাজারে গত মঙ্গলবার থেকে নয়াদিল্লির যন্তর-মন্তরে আমরণ অনশন শুরু করেছেন। তাঁর দাবি, ভারতে দুর্নীত রোধে লোকপাল বিলের মতো আইন চালু করতে হবে।

লোকপাল বিলের জন্য প্রজ্ঞাপন জারি করে খসড়া কমিটি গঠন এবং কমিটির প্রধান হিসেবে সরকারের বাইরের কাউকে রাখার দাবি জানান তিনি। তবে সরকার বলেছে, এমন কমিটি হলে প্রণব মুখার্জিকে ওই কমিটির প্রধান করা হবে। আনা হাজারের মতে, লোকপাল বিলের জন্য তাঁর এই অনশন ভারতের দ্বিতীয় সত্যাগ্রহ। এ বিল তৈরি করে তা অনুমোদন করলে দেশে দুর্নীতির বিরুদ্ধে শাস্তি আরও কঠোর হবে। সরকার দাবি প্রত্যাখ্যান করায় আনা হাজারে ক্ষুব্ধ হয়ে বলেছেন, ১২ এপ্রিল দেশজুড়ে তাঁর অনুসারীরা স্বেচ্ছায় কারাবরণ করবেন।

এ কর্মসূচির মাধ্যমে জনগণ সরকারকে উচিত শিক্ষা দেবে। আজ হাজারের অনশন কর্মসূচি চার দিনে পড়েছে। তিনি বলেন, তিনি ওই প্রস্তাবিত লোকপাল বিল কমিটির প্রধান হবেন না। তবে উপদেষ্টা হিসেবে সহায়তা দেবেন। অনশনকারী অন্য নেতারা জানিয়েছেন, খসড়া কমিটির প্রধান হিসেবে সন্তোষ চাকদে এবং বিচারপতি জি এস ভার্মার নাম প্রস্তাব করে হাজারে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখবেন।

তবে সরকার ইতিমধ্যে এ প্রস্তাব নাকচ করেছে। সরকারের দুর্নীতি বন্ধে হাজারে ক্ষমতার দ্রুত বিকেন্দ্রীকরণের ডাক দিয়েছেন। লোকপাল বিল ক্ষমতার বিকেন্দ্রীকরণ করবে। হাজারে বলেছেন, বর্তমান কাঠামোতে দুর্নীতি তদন্ত সংস্থাগুলো সরকারের অধীনেই কাজ করে। ফলে তাদের তদন্ত থেকে কোনো ইতিবাচক ফলাফল আসে না।

তিনি দাবি করেন, সব তদন্ত সংস্থাকে লোকপালের অধীনে আনতে হবে। তিনি বলেন, লোকপাল বিল এটাই নিশ্চিত করবে যে দুর্নীতিকারীদের স্থান হবে জেলে। অনশন কর্মসূচি শুরুর আগে সোমবার আনা হাজারে বলেছিলেন, দুর্নীতিবিরোধী লোকপাল বিলের খসড়ায় সুশীল সমাজকে সম্পৃক্ত করার দাবিতে তিনি আমরণ অনশন শুরু করছেন। তিনি বলেন, ‘বিলের খসড়ায় আমরা সুশীল সমাজের প্রতিনিধিত্ব চাই। এতে ৫০ শতাংশ থাকবে সুশীল সমাজের ব্যক্তি, বাকি ৫০ শতাংশ থাকবে সরকারের প্রতিনিধি।

জনগণের অংশগ্রহণ ছাড়া সরকার যদি এ বিলের খসড়া তৈরি করে, তাহলে তা গণতান্ত্রিক হবে না, হবে স্বেচ্ছাচারিতা। সুত্র: ক্লিক করুন Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।