আমাদের কথা খুঁজে নিন

   

সৌদিতে মহিলা গৃহকর্মী পাঠানোর আগে ভাবতে হবে



সৌদি আরব দীর্ঘদিন পরে বাংলাদেশ থেকে শ্রমিক নেবে বলেছে, এতে সরকারের মন্ত্রীরা বেজায় খুশি। মধ্যপ্রাচ্যে শ্রমবাজার বন্ধ কেন বলে তাদের দোষারোপ করার দিন বুঝি শেষ হল। কিন্তু সৌদিরা প্রথমে শুধু মহিলা গৃহকর্মী নেবে। বাংলাদেশী মহিলাদের সৌদি যেতে কোন খরছ হবেনা। গৃহকর্মী হিসেবে তারা মাসে ১২,০০০ টাকা পাবে।

কয়েকটি বিষয় সরকারকে ভাবতে হবে, বাংলাদেশি গৃহকর্মীদের যৌন হয়রানি করা হবেনা , এরকম কি কোন নিশ্চয়তা সৌদিরা দিবে। দিবেনা। বলা যায় যেসব মহিলা যাবে, তারা সবাই যৌন হয়রানি অথবা অন্যান্য শারিরীক নির্যাতনের মুখে পড়বে। সরকার, বিরোধী দল, ইসলামি দল, সবায় চুপ। কেউ বাংলাদেশি মহিলাদের নিরাপত্তা নিয়ে চিন্তিত নয়।

কারন হাসিনাকে প্রমান করতে হবে, মধ্যপ্রাচ্যে শ্রমবাজার খুলেছে। বিএনপিকে পায়ের চিকিতসার জন্য সৌদি যেতে হবে। ইসলামি দলগুলো সৌদি সাহায্য ছাড়া চলেনা। এখন সৌদিরা সশরীরে এসে জানিয়ে গেছে বাংলাদেশি মহিলা তাদের লাগবে। আমাদের নেতারা তাদের এ অনুরোধ ফেলবে কি করে? এখন আরেকটা জিনিস ভেবে দেখার মত- একজন মহিলা কর্মী মাসে ১২,০০০ টাকা পাবে।

বছরে সে কত টাকা জমা করতে পাবে? একসময় সৌদি থেকে ফেরত আসার পরেই বা সে কি করবে। সৌদিতে তার জীবনের সকল শ্রম দিয়ে এসে বাংলাদেশেই বা সে কি কাজ করতে পারবে। এটা হল গৃহকর্মীর কাজ। এ কাজ দশবছর ধরে করলেও সে দশবছর পরেও গৃহকর্মীই থাকবে। অন্য কোন কাজের জন্য উপযোগী হয়ে উঠবেনা।

বাংলাদশ থেকে অদক্ষ শ্রমিকদের পাঠিয়ে মাসে ৫-১০ হাজার টাকা পেয়ে কোন লাভ নেই । এখন সময় দক্ষ শ্রমিক, ও ডাক্তার প্রকৌশলী পাঠানোর। তারা ১ জনেই মাসে যে আয় করবে , তা হয়ত ১০০ অদক্ষ শ্রমিকও আয় করতে পারবেনা । এছাড়া ৫ বছর পরেই সেই ডাক্তার আরও দক্ষ হয়ে উঠবে। হয়ে উঠবে বাংলাদেশের প্রকৃত সম্পদ।

এখন কথা হতে পারে, অদক্ষ ও মহিলাদের কোথায় নিয়োগ দেয়া যায়। তাদের জন্য দেশেই কর্মসংস্থান করুন। আরও ইপিজেড়, গার্মেন্টস পল্লী করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.